ট্রেড লাইসেন্সের জন্য মসিকের প্রচারণা

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৯
Thumbnail image

নতুন ট্রেড লাইসেন্স প্রদান ও পুরোনো ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য প্রচারণা চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। গত সোমবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায় এ প্রচারণা চালায় মসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় থেকে সুতিয়াখালী বাজারসহ আশপাশের বাজারগুলোতে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ ও পুরোনো ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন বলে প্রচারণা চালানো হয়।

ক্যাম্পেইন পরিদর্শন করেন প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তাফা কামালসহ সিটি করপোরেশনে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, মেয়রের নির্দেশে ট্রেড লাইসেন্স সেবাকে সহজীকরণের জন্য এই প্রচারণা চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত