মো. হুমায়ূন কবীর, ঢাকা
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসি সচিবের কাছে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দুই ভাইয়ের এনআইডি সংশোধনের আবেদনে আজিজ আহমেদের সুপারিশ ছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। এই সময়ে প্রভাব খাটিয়ে নিজের ভাইদের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গণমাধ্যমের খবর, নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও দুদক থেকে চিঠি পাওয়ার পর গত ৯ জুন বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে কথা হলে ইসি সচিব শফিউল আজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি জালিয়াতি করে, এনআইডি বাতিলের ক্ষমতা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকেরই (ডিজি) আছে।’
হারিছ-জোসেফের এনআইডি বাতিল হচ্ছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমাদের যারা এক্সপার্ট আছে, তাদের দিয়ে এটি নির্মোহ ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। সেই প্রতিবেদন আমি পাওয়ার পর ডিজি এনআইডিকে দিয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি ফ্রড দেখা যায়, প্রক্রিয়ার বাইরে গিয়ে করা হয়, তাহলে বাতিল হবে।’
এনআইডি সংশোধনে তাঁরা প্রক্রিয়ার বাইরে গেছেন কি না, জানতে চাইলে শফিউল আজিম বলেন, হ্যাঁ, প্রক্রিয়ার বাইরে তো গেছেনই। আবেদনে আজিজ আহমেদের সুপারিশ ছিল বলেও জানান তিনি।
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসি সচিবের কাছে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দুই ভাইয়ের এনআইডি সংশোধনের আবেদনে আজিজ আহমেদের সুপারিশ ছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। এই সময়ে প্রভাব খাটিয়ে নিজের ভাইদের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গণমাধ্যমের খবর, নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও দুদক থেকে চিঠি পাওয়ার পর গত ৯ জুন বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে কথা হলে ইসি সচিব শফিউল আজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি জালিয়াতি করে, এনআইডি বাতিলের ক্ষমতা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকেরই (ডিজি) আছে।’
হারিছ-জোসেফের এনআইডি বাতিল হচ্ছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমাদের যারা এক্সপার্ট আছে, তাদের দিয়ে এটি নির্মোহ ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। সেই প্রতিবেদন আমি পাওয়ার পর ডিজি এনআইডিকে দিয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি ফ্রড দেখা যায়, প্রক্রিয়ার বাইরে গিয়ে করা হয়, তাহলে বাতিল হবে।’
এনআইডি সংশোধনে তাঁরা প্রক্রিয়ার বাইরে গেছেন কি না, জানতে চাইলে শফিউল আজিম বলেন, হ্যাঁ, প্রক্রিয়ার বাইরে তো গেছেনই। আবেদনে আজিজ আহমেদের সুপারিশ ছিল বলেও জানান তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে