যেখানে মাহমুদউল্লাহর সঙ্গে জাহানারার মিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১০: ৫২

জাহানারা আলম ও মাহমুদউল্লাহ—দেশের নারী ও পুরুষ ক্রিকেটের দুই বড় তারকা। তবে এই মুহূর্তে দুজনের মিলটা অন্য জায়গায়। দুজনই জাতীয় দলের বাইরে। মাহমুদউল্লাহ পাঁচ মাস দলের বাইরে। জাহানারার ঘরের মাঠে সর্বশেষ ভারত সিরিজের দলে জায়গা হয়নি।

জাতীয় দলে দুজনের ফেরার লড়াইটাও এক অর্থে নিঃসঙ্গ। জাহানারার সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে চোখ ফেললে বোঝা যায়, ফেরার লড়াইটা নিজের সঙ্গে চলছে তাঁর। গতকাল একাডেমি মাঠে এসেছেন একাই। কদিন ধরে চামড়া পোড়া গরমে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। গতকাল তাপের তীব্রতা মাথায় নিয়ে রিকশায় চড়ে মিরপুরে আসতে দেখা মেলে জাহানারাকে। একাডেমি মাঠে এদিন তিনি ক্যাচিং অনুশীলন করেছেন।

ফিটনেসে উন্নতি আনতে জাহানারা জিম আর রানিং সেশনে ব্যস্ত রেখেছেন নিজেকে। জাতীয় দলে ফিরতে জাহানারা কতটা উন্মুখ, বোঝা যায় তাঁর একটি ফিটনেস ট্রেনিংয়ের ভিডিওর ক্যাপশন দেখে। সেখানে লেখা, ‘বেশি বেশি কঠোর পরিশ্রম করো এবং নিজেকে লক্ষ্যের পথে এগিয়ে নাও।’

আগের চেয়ে ঝরঝরে লাগছে, গতকাল জাহানারাকে বলতেই উত্তরে বললেন, ‘১৫ বছর জাতীয় দলে খেলছি। ফিটনেস ঠিক থাকা স্বাভাবিক।’ জাতীয় দলে ফেরাটা সহজ হওয়ার কথা নয় ৩০ বছর বয়সী এই পেসারের। এই মুহূর্তে বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের দায়িত্বটা ভালোই সামলাচ্ছেন মারুফা আক্তার। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানের মেয়েরা। সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এ সিরিজে পাখির চোখ করেছেন জাহানারা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত