Ajker Patrika

বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত, পদ থেকে বহিস্কার

বাগমারা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ০৯
বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত, পদ থেকে বহিস্কার

রাজশাহীর বাগমারায় বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করায় বহিস্কার হলেন মাওলানা আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। মোনাজাতের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সব শহীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাতটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।

মাওলানা আব্দুর রাজ্জাকের বাড়ি পৌরসভার বিষ্ণুপাড়া মহল্লায়। তিনি দীর্ঘ সময় ধরে তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আব্দুর রাজ্জাক বলেন, ‘মাবুদ জাতির জনক এবং তাঁর পরিবারকে যারা হত্যা করেছেন, তাদের সকলকে জান্নাত দান করে দিও আল্লাহ।’ এ সময় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে আমিন বলতে শোনা যায়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, সাধারণ সম্পাদক মেয়র আবুল কালাম আজাদসহ দলীয় নেতারা।

এদিকে ভুল তথ্য দিয়ে মোতাজাত পরিচালনা করার অভিযোগে গত শুক্রবার তাহেরপুর পৌর আওয়ামী লীগের এক জরুরি সভা হয়। সভার সিদ্ধান্তে আব্দুর রাজ্জাককে ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের দপ্তরে সুপারিশের জন্য একটি বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে।

তবে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দাবি করেছেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এমনটি হয়েছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছিল। অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত একটি বাক্য বলায় মাওলানা আব্দুর রাজ্জাককে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত