Ajker Patrika

নদী খননে মিলল মানুষের খুলি-হাড়

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ১৫
নদী খননে মিলল মানুষের খুলি-হাড়

বদরগঞ্জ উপজেলায় নদী পুনঃখননের সময় মাটির ভেতর থেকে মানুষের হাড় ও মাথার খুলি বেরিয়ে এসেছে। পরে সেগুলো উদ্ধারের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নাওগাড়া এলাকায় ঘৃনই নদী থেকে ওই হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে ঘৃনই নদীর পুনঃখনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত শনিবার বিকেলে নাওগাড়া এলাকায় এক্সকাভেটর দিয়ে খনন কাজ চলছিল। এ সময় হঠাৎ মানুষের হাড়গোড় বেরিয়ে আসে। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে হাড়গুলো কত দিন আগের তাৎক্ষণিকভাবে তা অনুমান করা যায়নি।

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, হাড়গুলো দেখে মনে হয়েছে এগুলো অনেক আগের। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে উদ্ধারস্থলে কখনো কবরস্থানও ছিল না। কেউ কেউ বলছেন, কঙ্কালগুলো হয়তো মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা। তবে এখন পর্যন্ত কারও অভিযোগ পাওয়া যায়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, হাড়গোড়গুলো রমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো সেখানে সংরক্ষণ করা হবে। ডিএনএ পরীক্ষাও করা হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে তা মেলানো সম্ভব হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত