নদী খননে মিলল মানুষের খুলি-হাড়

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৮
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ১৫

বদরগঞ্জ উপজেলায় নদী পুনঃখননের সময় মাটির ভেতর থেকে মানুষের হাড় ও মাথার খুলি বেরিয়ে এসেছে। পরে সেগুলো উদ্ধারের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নাওগাড়া এলাকায় ঘৃনই নদী থেকে ওই হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে ঘৃনই নদীর পুনঃখনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত শনিবার বিকেলে নাওগাড়া এলাকায় এক্সকাভেটর দিয়ে খনন কাজ চলছিল। এ সময় হঠাৎ মানুষের হাড়গোড় বেরিয়ে আসে। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে হাড়গুলো কত দিন আগের তাৎক্ষণিকভাবে তা অনুমান করা যায়নি।

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, হাড়গুলো দেখে মনে হয়েছে এগুলো অনেক আগের। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে উদ্ধারস্থলে কখনো কবরস্থানও ছিল না। কেউ কেউ বলছেন, কঙ্কালগুলো হয়তো মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা। তবে এখন পর্যন্ত কারও অভিযোগ পাওয়া যায়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, হাড়গোড়গুলো রমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো সেখানে সংরক্ষণ করা হবে। ডিএনএ পরীক্ষাও করা হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে তা মেলানো সম্ভব হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত