ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
চলমান বন্যায় অন্যান্য খাতের মতো বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য খাতও। রক্ষা পায়নি সিলেট বিভাগের কোটি মানুষের ভরসার চিকিৎসাকেন্দ্র, সর্ববৃহৎ স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। বন্যার পানি ঢুকে হাসপাতালটির এমআরআই, সিটিস্ক্যান ও রেডিও থেরাপি মেশিনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রপাতি। ২০ জুন থেকে বন্ধ রয়েছে এসব সেবা কার্যক্রম। ফলে চিকিৎসা নিতে আসা প্রান্তিক মানুষের দুর্ভোগ বাড়ছে। এসব বিষয়ে খোঁজখবর নিতে আজ সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। বেলা ১১টায় সিলেটের স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠকের কথা রয়েছে তাঁর।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের মিনহাজ উদ্দিন চৌধুরী মাকে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ওসমানী হাসপাতালে। বন্যায় পানি ঘরে ঢুকলে বের হওয়ায় সময় পড়ে গিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছেন। সিটিস্ক্যান করানো প্রয়োজন। হাসপাতালের মেশিন নষ্ট হওয়ায় বাইরে থেকে পরীক্ষা
করানোর জন্য বলেছেন ডাক্তার। শুধু মিনহাজ নয়, ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগীর একই অবস্থা।
এবারের বন্যায় শুধু ওসমানী হাসপাতালেই নয়, ক্ষতিগ্রস্ত করেছে বিভাগের অনেক সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক। ফলে বিভাগজুড়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।
১৮ জুন সিলেটে দেড় ঘণ্টার ভারী বর্ষণে সিলেট সিটি করপোরেশনের ৮০ ভাগ এলাকা পানিতে ডুবে যায়। এ সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট শহীদ শামসুদ্দীন আহমেদ হাসপাতালের নিচতলা প্রায় তিন ফুট পানিতে তলিয়ে যায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেটর জলমগ্ন হওয়ায় হাসপাতালের বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়ে। নিচতলায় পানি উঠে যাওয়ায় রোগীরা পড়েন চরম দুর্ভোগে। দুদিন পানি নামলে দেখা যায়-হাসপাতালটির এমআরআই, সিটিস্ক্যান ও রেডিও থেরাপি মেশিনে পানি ঢুকায় নষ্ট হয়ে গেছে। ফলে বন্ধ রয়েছে এসব সেবা কার্যক্রম।
বন্যায় আক্রান্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্যাদি সংক্রান্ত প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগের মোট ৪০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২৪টি বন্যাকবলিত হয়েছে। ৮৫টি ইউনিয়ন সাব-সেন্টারের মধ্যে ৩১ টিতে পানি ঢুকেছে। সুনামগঞ্জে ২০ শয্যার দুটি হাসপাতালে পানি প্রবেশ করে। এ ছাড়া ৯শ ২৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৪১৪টি ক্লিনিক পানিতে নিমজ্জিত হয়।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সকল উপদ্রুত স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক সরঞ্জামাদি, ইপিআই আইএলআর ফ্রিজ, প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি, এক্স-রে মেশিন, এমএসআর সামগ্রী নষ্ট হয়ে গেছে। জলমগ্ন এসব যন্ত্রপাতি কতটা সচল কিংবা অচল তা পানি নেমে না যাওয়ায় যাচাই করা যাচ্ছে না। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে আরও সময় লাগবে।
এসব তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনই টাকার অঙ্কে নির্ণয় করা সম্ভব নয়। সঠিক তথ্য পেতে আরও সময় লাগবে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটির নিচতলা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের নিচতলায় থাকা এমআরআই, সিটি স্ক্যান ও রেডিওথেরাপি মেশিন জলমগ্ন ছিল। রেডিওথেরাপি মেশিনটি চালুর চেষ্টা চলছে। তবে এমআরআই, সিটি স্ক্যান মেশিনের ক্ষতি হয়েছে বেশি। এগুলো ঠিক হবে কি না এখনই বলা যাচ্ছে না। ফলে সাধারণ রোগীরা সিটিস্ক্যান, এমআরআই, রেডিও থেরাপি সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। বাইরে থেকে এসব পরীক্ষা করিয়ে নিয়ে আসতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স, পরিচালকের গাড়িসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট হয়েছে। পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া গতকাল শনিবার বলেন, ‘আমাদের ক্ষতির পরিমাণ সাত দিন পর জানা যাবে। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন, যন্ত্রপাতি খুলে পানি শুকানোর চেষ্টা করছেন। নিয়মানুযায়ী সাত দিন পর চালু করে বোঝা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।’
চলমান বন্যায় অন্যান্য খাতের মতো বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য খাতও। রক্ষা পায়নি সিলেট বিভাগের কোটি মানুষের ভরসার চিকিৎসাকেন্দ্র, সর্ববৃহৎ স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। বন্যার পানি ঢুকে হাসপাতালটির এমআরআই, সিটিস্ক্যান ও রেডিও থেরাপি মেশিনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রপাতি। ২০ জুন থেকে বন্ধ রয়েছে এসব সেবা কার্যক্রম। ফলে চিকিৎসা নিতে আসা প্রান্তিক মানুষের দুর্ভোগ বাড়ছে। এসব বিষয়ে খোঁজখবর নিতে আজ সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। বেলা ১১টায় সিলেটের স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠকের কথা রয়েছে তাঁর।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের মিনহাজ উদ্দিন চৌধুরী মাকে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ওসমানী হাসপাতালে। বন্যায় পানি ঘরে ঢুকলে বের হওয়ায় সময় পড়ে গিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছেন। সিটিস্ক্যান করানো প্রয়োজন। হাসপাতালের মেশিন নষ্ট হওয়ায় বাইরে থেকে পরীক্ষা
করানোর জন্য বলেছেন ডাক্তার। শুধু মিনহাজ নয়, ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগীর একই অবস্থা।
এবারের বন্যায় শুধু ওসমানী হাসপাতালেই নয়, ক্ষতিগ্রস্ত করেছে বিভাগের অনেক সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক। ফলে বিভাগজুড়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।
১৮ জুন সিলেটে দেড় ঘণ্টার ভারী বর্ষণে সিলেট সিটি করপোরেশনের ৮০ ভাগ এলাকা পানিতে ডুবে যায়। এ সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট শহীদ শামসুদ্দীন আহমেদ হাসপাতালের নিচতলা প্রায় তিন ফুট পানিতে তলিয়ে যায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেটর জলমগ্ন হওয়ায় হাসপাতালের বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়ে। নিচতলায় পানি উঠে যাওয়ায় রোগীরা পড়েন চরম দুর্ভোগে। দুদিন পানি নামলে দেখা যায়-হাসপাতালটির এমআরআই, সিটিস্ক্যান ও রেডিও থেরাপি মেশিনে পানি ঢুকায় নষ্ট হয়ে গেছে। ফলে বন্ধ রয়েছে এসব সেবা কার্যক্রম।
বন্যায় আক্রান্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্যাদি সংক্রান্ত প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগের মোট ৪০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২৪টি বন্যাকবলিত হয়েছে। ৮৫টি ইউনিয়ন সাব-সেন্টারের মধ্যে ৩১ টিতে পানি ঢুকেছে। সুনামগঞ্জে ২০ শয্যার দুটি হাসপাতালে পানি প্রবেশ করে। এ ছাড়া ৯শ ২৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৪১৪টি ক্লিনিক পানিতে নিমজ্জিত হয়।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সকল উপদ্রুত স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক সরঞ্জামাদি, ইপিআই আইএলআর ফ্রিজ, প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি, এক্স-রে মেশিন, এমএসআর সামগ্রী নষ্ট হয়ে গেছে। জলমগ্ন এসব যন্ত্রপাতি কতটা সচল কিংবা অচল তা পানি নেমে না যাওয়ায় যাচাই করা যাচ্ছে না। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে আরও সময় লাগবে।
এসব তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনই টাকার অঙ্কে নির্ণয় করা সম্ভব নয়। সঠিক তথ্য পেতে আরও সময় লাগবে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটির নিচতলা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের নিচতলায় থাকা এমআরআই, সিটি স্ক্যান ও রেডিওথেরাপি মেশিন জলমগ্ন ছিল। রেডিওথেরাপি মেশিনটি চালুর চেষ্টা চলছে। তবে এমআরআই, সিটি স্ক্যান মেশিনের ক্ষতি হয়েছে বেশি। এগুলো ঠিক হবে কি না এখনই বলা যাচ্ছে না। ফলে সাধারণ রোগীরা সিটিস্ক্যান, এমআরআই, রেডিও থেরাপি সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। বাইরে থেকে এসব পরীক্ষা করিয়ে নিয়ে আসতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স, পরিচালকের গাড়িসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট হয়েছে। পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া গতকাল শনিবার বলেন, ‘আমাদের ক্ষতির পরিমাণ সাত দিন পর জানা যাবে। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন, যন্ত্রপাতি খুলে পানি শুকানোর চেষ্টা করছেন। নিয়মানুযায়ী সাত দিন পর চালু করে বোঝা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে