Ajker Patrika

দেশের গানে দুই নজরুলসংগীতশিল্পী

দেশের গানে দুই নজরুলসংগীতশিল্পী

দেশের দুই নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফা ও মাহবুবা আকন্দ এবার হাজির হলেন দেশের গান নিয়ে। ‘মাটি যেখানে সুর শেখায়’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন পশ্চিমবঙ্গের উদয় বন্দ্যোপাধ্যায়। এতে বাজিয়েছেন কলকাতার গুণী মিউজিশিয়ানরা। রেকর্ডিং হয়েছে রেজোন্যান্স স্টুডিওতে।

গানের কথায় বাংলাদেশের রূপবৈচিত্র্যের বর্ণনা দেওয়া হয়েছে। ভিডিওতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ঐতিহ্য আর অপার সৌন্দর্য। ভিডিও নির্দেশনা দিয়েছেন খান মাহি। সুজিত মোস্তফা ও মাহবুবা আকন্দের সঙ্গে গানের ভিডিওতে মডেল হয়েছেন নিলয় ও আনফি সিনহা। সম্প্রতি সুজিত মোস্তফা ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ পেয়েছে। 

মাটি যেখানে সুর শেখায় গানের পেছনের গল্প জানিয়ে সুজিত মোস্তফা বলেন, ‘মাহবুবা আকন্দ আমার ছাত্রী। তার ভীষণ শখ সে আমার সঙ্গে একটি ডুয়েট গান করবে। আমি বললাম যে তুমি যদি মোটামুটি গানটি গেয়ে আমাকে খুশি করতে পার তাহলে গাইব। রেকর্ড হওয়ার পর দেখলাম সে ভালোই গাইল। তারপর এটার ভিডিও তৈরির কাজ শুরু হলো। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

মাহবুবা আকন্দ বলেন, ‘সুজিত মোস্তফা আমার খুব পছন্দের একজন শিল্পী। গানটির মাধ্যমে আমরা লাল-সবুজের প্রিয় বাংলাদেশকে উপস্থাপন করেছি। আশা করি দর্শক-শ্রোতার হৃদয়ে নাড়া দেবে গানটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ