Ajker Patrika

ছোট ভাইয়ে দায়ের কোপে ভাই নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৩ জুন ২০২২, ১৫: ১৩
ছোট ভাইয়ে দায়ের কোপে ভাই নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকাসক্ত ছোট ভাই সিয়াম ফকিরের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম জার্মান ফকির (২৪)। গত মঙ্গলবার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে সিয়াম ফকির পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জার্মান ফকিরের বাড়ি উপজেলা মগটুলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নওপাড়া গ্রামে। জার্মান ফকির (২৪) ও সিয়াম ফকির (১৯) দুই ভাই। দুজনই রাজমিস্ত্রি।

এদের মধ্যে জার্মান ফকির নেশাগ্রস্ত ছিল। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি থেকে নেশার টাকার জন্য চিৎকার চেঁচামেচি করে ছাগল নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ছোট ভাই সিয়াম বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাইয়ের বুকে দা দিয়ে কোপ দেয় সিয়াম। এতে ঘটনা স্থলে মৃত্যু হয় জার্মানের।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত সিয়াম ফকির পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত