আজকের পত্রিকা ডেস্ক
সীমিত ও নিম্নআয়ের মানুষের মধ্যে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল রোববার কর্মসূচির উদ্বোধন করা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে তেল, ডাল, চিনি ও ছোলা বিক্রি করা হয়। পণ্য নিতে মানুষের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ মুহা. জিয়াউর রহমান, আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক প্রমুখ।
লালপুর (নাটোর): নাটোরের লালপুরের চংধুপইল ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।
বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় শুরু হয়েছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। রোববার সাকালে বাগাতিপাড়া পৌরসভায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল, পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন প্রমুখ।
বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে নির্ধারিত মূল্যে টিসিবির মাধ্যমে সয়াবিন তেল, চিনি, ডাল পেয়েছে ১৬ হাজার ৯৬৯টি পরিবার। রোববার সকালে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ চত্বরে টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন করা হয়। ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টিসিবি ডিলার আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ।
টিসিবির পণ্য নিতে দীর্ঘ সারি নওগাঁর নিয়ামতপুরে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ট্যাগ কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, কাউন্সিলর জাহানারা পারভীন, নুরুল ইসলাম সিরাজ, মোস্তাফিজুর রহমান জেম, ইউসুফ আলী, ইসমাইল হোসেন প্রমুখ।
সাঁথিয়া (পাবনা): পাবনার সাঁথিয়ায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপসচিব মোখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ, পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ।
ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উমার ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, ইউএনও গণপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাবিদ হোসেন মৃদু প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস। উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার প্রমুখ।
চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সৈকত ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমুখ। জানা গেছে, উপজেলায় এ সুবিধা পাচ্ছেন ১৫ হাজার ৫৩৫ জন।
আটঘরিয়া (পাবনা): পাবনা আটঘরিয়া পৌরসভা চত্বর ও দেবোত্তর বাজারে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আকতার। এ সময় আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, ইউএনও মাকসুদা আকতার মাসু প্রমুখ উপস্থিত ছিলেন।
সীমিত ও নিম্নআয়ের মানুষের মধ্যে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল রোববার কর্মসূচির উদ্বোধন করা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে তেল, ডাল, চিনি ও ছোলা বিক্রি করা হয়। পণ্য নিতে মানুষের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ মুহা. জিয়াউর রহমান, আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক প্রমুখ।
লালপুর (নাটোর): নাটোরের লালপুরের চংধুপইল ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।
বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় শুরু হয়েছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। রোববার সাকালে বাগাতিপাড়া পৌরসভায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল, পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন প্রমুখ।
বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে নির্ধারিত মূল্যে টিসিবির মাধ্যমে সয়াবিন তেল, চিনি, ডাল পেয়েছে ১৬ হাজার ৯৬৯টি পরিবার। রোববার সকালে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ চত্বরে টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন করা হয়। ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টিসিবি ডিলার আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ।
টিসিবির পণ্য নিতে দীর্ঘ সারি নওগাঁর নিয়ামতপুরে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ট্যাগ কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, কাউন্সিলর জাহানারা পারভীন, নুরুল ইসলাম সিরাজ, মোস্তাফিজুর রহমান জেম, ইউসুফ আলী, ইসমাইল হোসেন প্রমুখ।
সাঁথিয়া (পাবনা): পাবনার সাঁথিয়ায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপসচিব মোখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ, পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ।
ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উমার ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, ইউএনও গণপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাবিদ হোসেন মৃদু প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস। উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার প্রমুখ।
চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সৈকত ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমুখ। জানা গেছে, উপজেলায় এ সুবিধা পাচ্ছেন ১৫ হাজার ৫৩৫ জন।
আটঘরিয়া (পাবনা): পাবনা আটঘরিয়া পৌরসভা চত্বর ও দেবোত্তর বাজারে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আকতার। এ সময় আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, ইউএনও মাকসুদা আকতার মাসু প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে