ক্রীড়া ডেস্ক
কোয়ার্টার ফাইনাল খেলছে, এমন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা বোধ হয় ইংল্যান্ডকে নিয়েই। নিজেদের সামর্থ্যের সেরাটা তো দিতে পারছে না, তবু বিশ্বকাপ স্বপ্ন দেখছে তাদের দেশ। এমন পরিস্থিতিতে সবচেয়ে চাপে বোধ হয় ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটই। কয়েক বছর ধরেই ‘ইটস কামিং হোম’ জপে জপে স্লোগানটা দলের ইংলিশদের জাতীয় আকাঙ্ক্ষার স্লোগান হয়ে উঠেছে। কিন্তু এবার কি ভাগ্যের শিকে ছিঁড়বে?
ইংলিশদের বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে হলে ফ্রান্সের ক্ষুরধার ও দ্রুতগতির দুই ফরোয়ার্ডকে আগে রুখতে হবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সে কথাই মনে করিয়ে দিলেন ইংলিশ কোচ সাউথগেট। তিনি বলেছেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু জায়গা কভার করলেই ম্যাচ জেতা যায় না। আরও বেশি কিছু করতে হয়।’ তবে নিজেদের সক্ষমতার প্রতি আস্থা আছে ইংলিশ কোচের। দল ভালো কিছু করবে বলেই বিশ্বাস করেন তিনি, ‘আমরা বিশ্বাস করি, বলের দখল নিয়ে আমরা ভালো কিছু করতে পারব। আমাদের লক্ষ্যই সেটা।’
২০২০ ইউরোর ফাইনাল দিয়েই ইংল্যান্ড ৫৫ বছর পর কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে উঠেও ফাইনাল নিশ্চিত করতে পারেনি সাউথগেটের দল। এটা নিয়ে কিছুটা চিন্তায় আছে তারা। এবার সেই গেরো খুলতে উন্মুখ ইংলিশরা। ‘আমরা ৫৫ বছর পর ফাইনাল খেলেছিলাম (২০২০ ইউরোতে)। সেখানে সেমিফাইনালে জিততে পারলেও বিশ্বকাপে পারিনি’—বলছিলেন সাউথগেট। বিশ্বকাপে সেমিফাইনাল যেতে হলে যে বড় দলের বিপক্ষেই জিততে হয়, অজানা নয় সাউথগেটের। এটা করা সামর্থ্য আছে বলেও মনে করেন তিনি, ‘আমরা অনেক বড় বড় দলকে হারিয়েছি। কীভাবে বড় ম্যাচের চাপ সামলাতে হয়, সে অভিজ্ঞতা দলের আছে। তারা সব দিক থেকেই প্রস্তুত কোয়ার্টার ফাইনাল খেলতে।’
মাঠে নামলে ইতিহাস যে খুব একটা কাজে লাগে না, সেটিও মনে করিয়ে দিলেন সাউথগেট। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে ইংলিশ কোচ বলেন, ‘নিঃসন্দেহে বড় ম্যাচ, সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন দলের বিপক্ষে খেলতে হবে। অতীতে যা হয়েছে সেসব ভুলে যেতে হবে। সব মনোযোগই দিতে হবে শনিবার (আজ) রাতের ম্যাচে।’
আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই সরব ইংলিশ গণমাধ্যম। তাদের দাবি, বিশ্বকাপের গোল্ডেন বুটের মিছিলে থাকা এমবাপ্পে এবং ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের মালিক অলভিয়ের জিরুকে ঠেকানো ইংলিশদের কাছে কোনো ব্যাপারই না। তবে কাজটা এত সহজ নয় বলে মনে করেন ইংলিশ কোচ, ‘এই পর্যায়ে তারা সব ম্যাচে একইভাবে খেলছে, কিন্তু আমাদেরও জেতার ক্ষমতা আছে। আর সেটা করে দেখাতে চাই।’
সেই জয়টাই দেখতে চায় ইংলিশ ফুটবলের ভক্তরা। ৫৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে ইংলিশদের যে আর মাত্র দুই ম্যাচের বাধা। আর এই বড় বড় বাধা যদি পেরিয়েই যায় তারা, ইংলিশদের ‘ইটস কামিং হোম’ নিয়ে আর কেউ রসিকতা করতে পারবে না!
কোয়ার্টার ফাইনাল খেলছে, এমন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা বোধ হয় ইংল্যান্ডকে নিয়েই। নিজেদের সামর্থ্যের সেরাটা তো দিতে পারছে না, তবু বিশ্বকাপ স্বপ্ন দেখছে তাদের দেশ। এমন পরিস্থিতিতে সবচেয়ে চাপে বোধ হয় ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটই। কয়েক বছর ধরেই ‘ইটস কামিং হোম’ জপে জপে স্লোগানটা দলের ইংলিশদের জাতীয় আকাঙ্ক্ষার স্লোগান হয়ে উঠেছে। কিন্তু এবার কি ভাগ্যের শিকে ছিঁড়বে?
ইংলিশদের বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে হলে ফ্রান্সের ক্ষুরধার ও দ্রুতগতির দুই ফরোয়ার্ডকে আগে রুখতে হবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সে কথাই মনে করিয়ে দিলেন ইংলিশ কোচ সাউথগেট। তিনি বলেছেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু জায়গা কভার করলেই ম্যাচ জেতা যায় না। আরও বেশি কিছু করতে হয়।’ তবে নিজেদের সক্ষমতার প্রতি আস্থা আছে ইংলিশ কোচের। দল ভালো কিছু করবে বলেই বিশ্বাস করেন তিনি, ‘আমরা বিশ্বাস করি, বলের দখল নিয়ে আমরা ভালো কিছু করতে পারব। আমাদের লক্ষ্যই সেটা।’
২০২০ ইউরোর ফাইনাল দিয়েই ইংল্যান্ড ৫৫ বছর পর কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে উঠেও ফাইনাল নিশ্চিত করতে পারেনি সাউথগেটের দল। এটা নিয়ে কিছুটা চিন্তায় আছে তারা। এবার সেই গেরো খুলতে উন্মুখ ইংলিশরা। ‘আমরা ৫৫ বছর পর ফাইনাল খেলেছিলাম (২০২০ ইউরোতে)। সেখানে সেমিফাইনালে জিততে পারলেও বিশ্বকাপে পারিনি’—বলছিলেন সাউথগেট। বিশ্বকাপে সেমিফাইনাল যেতে হলে যে বড় দলের বিপক্ষেই জিততে হয়, অজানা নয় সাউথগেটের। এটা করা সামর্থ্য আছে বলেও মনে করেন তিনি, ‘আমরা অনেক বড় বড় দলকে হারিয়েছি। কীভাবে বড় ম্যাচের চাপ সামলাতে হয়, সে অভিজ্ঞতা দলের আছে। তারা সব দিক থেকেই প্রস্তুত কোয়ার্টার ফাইনাল খেলতে।’
মাঠে নামলে ইতিহাস যে খুব একটা কাজে লাগে না, সেটিও মনে করিয়ে দিলেন সাউথগেট। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে ইংলিশ কোচ বলেন, ‘নিঃসন্দেহে বড় ম্যাচ, সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন দলের বিপক্ষে খেলতে হবে। অতীতে যা হয়েছে সেসব ভুলে যেতে হবে। সব মনোযোগই দিতে হবে শনিবার (আজ) রাতের ম্যাচে।’
আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই সরব ইংলিশ গণমাধ্যম। তাদের দাবি, বিশ্বকাপের গোল্ডেন বুটের মিছিলে থাকা এমবাপ্পে এবং ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের মালিক অলভিয়ের জিরুকে ঠেকানো ইংলিশদের কাছে কোনো ব্যাপারই না। তবে কাজটা এত সহজ নয় বলে মনে করেন ইংলিশ কোচ, ‘এই পর্যায়ে তারা সব ম্যাচে একইভাবে খেলছে, কিন্তু আমাদেরও জেতার ক্ষমতা আছে। আর সেটা করে দেখাতে চাই।’
সেই জয়টাই দেখতে চায় ইংলিশ ফুটবলের ভক্তরা। ৫৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে ইংলিশদের যে আর মাত্র দুই ম্যাচের বাধা। আর এই বড় বড় বাধা যদি পেরিয়েই যায় তারা, ইংলিশদের ‘ইটস কামিং হোম’ নিয়ে আর কেউ রসিকতা করতে পারবে না!
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে