Ajker Patrika

‘বাউবির কৃষি ডিগ্রি চালু হলে মর্যাদা হারাবেন কৃষিবিদেরা’

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২: ৪২
‘বাউবির কৃষি ডিগ্রি চালু হলে মর্যাদা হারাবেন কৃষিবিদেরা’

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরিচালিত ৪ বছর মেয়াদি ‘ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যাগ্রিকালচার (বিএসসিএজ)’ ডিগ্রি প্রদানের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সভা হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিলেট জেলা শাখার উদ্যোগে ক্যাম্পাসের প্রধান সড়কে গতকাল এই মানববন্ধন হয়।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসাইন মিঞা, ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. এম. আসাদ-উদ-দৌলা, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ্ আলমগীর, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেব অপু, বর্তমান সভাপতি আশিকুর রহমান আশিক ও বর্তমান সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়, যার মান অত্যন্ত নিম্নমানের। মাসে দুই দিন তাও অনলাইনে ক্লাস হয় এই বিশ্ববিদ্যালয়ে। এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (বিএসসিএজি)’ ডিগ্রি প্রদান করা হলে গ্র্যাজুয়েটদের মান অত্যন্ত নিম্নমানের হবে।

বক্তারা আরও বলেন, সম্পূর্ণ প্রায়োগিক বিষয়ের কৃষি ডিগ্রি অনলাইনে দেওয়ার বিষয় না। শিক্ষার্থীদের মাঠে হাতে-কলমে বৈজ্ঞানিক উপায়ে শিক্ষাদান করতে হয়। সুতরাং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই কোর্স খুললে কৃষিবিদদের মান-মর্যাদা ভূলুণ্ঠিত হবে। তাঁরা জানান, কৃষিবিদ গ্র্যাজুয়েট বৃদ্ধির প্রয়োজন হলে, বাংলাদেশে আরও কৃষি বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত