সম্পাদকীয়
ডলারের দাম বেড়ে গেছে, এ কোনো গোপন তথ্য নয়। এই সুযোগে মানি এক্সচেঞ্জগুলো বেপরোয়া হয়ে উঠেছে। এ নিয়েই একটি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায়। রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজার টালমাটাল হয়ে উঠেছে এটা ঠিক, কিন্তু তাতে আমাদের দেশে ডলারের অবৈধ ব্যবসা রমরমা হয়ে উঠল কেন, সেটাই প্রশ্ন।
কে না জানে, আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা কতটা কঠিন। বিদেশে যাবেন যিনি, তিনি ব্যাংক থেকে ডলার সংগ্রহ করতে গলদঘর্ম হন। আদতে সাধারণ বিদেশগমনকারীর পক্ষে ব্যাংক থেকে ডলার কেনা সম্ভব কি না, সেটাও ভেবে দেখা দরকার। এ জন্য যে হ্যাপা পোহাতে হয়, তা এড়ানোর জন্য বিদেশগামী মানুষ মানি এক্সচেঞ্জগুলোর দ্বারস্থ হন। সেই মানি এক্সচেঞ্জগুলো এখন সুযোগ পেয়ে ব্যাংকের নিয়মনীতি ছাড়াই ডলারের অবৈধ মজুত এবং বিক্রি করে চলেছে।
ডলার-সংকটের একটা কারণ হিসেবে আমরা উল্লেখ করেছি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা। কিন্তু আরেকটু তলিয়ে দেখলে আমরা সহজেই বুঝতে পারব, দেশে ঠিকপথে রেমিট্যান্স না এসে হুন্ডির মাধ্যমে আসার কারণেও ডলারের বাজারে এই অস্থিরতা চলছে। কিছুদিন আগে একটি সংবাদে আমরা লক্ষ করেছি, প্রবাসী বাঙালিদের অনেকেই ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে টাকার লেনদেন করছেন।
ব্যাংকের বেঁধে দেওয়া ডলারের রেট আর বাস্তবে কেনাকাটার মধ্যে পার্থক্য অনেক বেড়ে যাওয়ায় স্বভাবতই প্রবাসী মানুষ হুন্ডির পথ বেছে নিচ্ছেন। এটি একটি সহজ প্রবণতা। এই প্রবণতার কারণে বৈধ পথে ডলার আসছে কম। তাতে সরকারের রিজার্ভে হচ্ছে ঘাটতি। অন্যদিকে ডলারের কারবারিরা সেই ডলার অবৈধভাবে পাচার করার মওকাও পেয়ে যাচ্ছে। এ ছাড়া আমদানি-রপ্তানি ক্ষেত্রে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের কারসাজি আছেই, আজকের আলোচনা সে বিষয়ে নয়।
অবৈধভাবে লেনদেনে কেন অভ্যস্ত হয়ে উঠল এই মানি এক্সচেঞ্জগুলো, সে বিষয়টি একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে, শুধু খবরদারি আর নিয়মনীতির ধুয়া তুলে এই অন্যায় কাজ রুখে দেওয়া যাবে না। যেভাবে কাঁচাবাজার চলে গেছে সিন্ডিকেটের দখলে, সেভাবেই অবাধে ডলার বেচাকেনার সুযোগ কাজে লাগাচ্ছে তারা। বাজার স্থিতিশীল করতে হলে ব্যাংকের বেঁধে দেওয়া রেট ও মানি এক্সচেঞ্জে ডলার কেনার রেটের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। কিন্তু ব্যাংক থেকে ডলার কেনা না গেলে এবং মানি এক্সচেঞ্জে বেশি দামে কেনার সুযোগ থাকলে মানুষ তো সেখানেই যাবে। আর সেই সুযোগে নিজের ইচ্ছামতো ডলারের দাম ধরে বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জগুলো। বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি থোড়াই কেয়ার করে ব্যবসা করে যাবে তারা।
সরলভাবে দেখলে, মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে এই অসামঞ্জস্য দূর করা যাবে না। ডলারের অস্থিরতা কমানোর জন্য বেছে নিতে হবে এমন একটি পথ, যে পথই মানি এক্সচেঞ্জগুলোকে এ রকম স্বাধীন অনাচার করার প্রবণতা রুখে দেবে। নীতি এবং তার প্রয়োগ হতে হবে বাস্তবসম্মত, নইলে এই অনাচারের ঘাড়ে লাগাম পরানো যাবে না।
ডলারের দাম বেড়ে গেছে, এ কোনো গোপন তথ্য নয়। এই সুযোগে মানি এক্সচেঞ্জগুলো বেপরোয়া হয়ে উঠেছে। এ নিয়েই একটি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায়। রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজার টালমাটাল হয়ে উঠেছে এটা ঠিক, কিন্তু তাতে আমাদের দেশে ডলারের অবৈধ ব্যবসা রমরমা হয়ে উঠল কেন, সেটাই প্রশ্ন।
কে না জানে, আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা কতটা কঠিন। বিদেশে যাবেন যিনি, তিনি ব্যাংক থেকে ডলার সংগ্রহ করতে গলদঘর্ম হন। আদতে সাধারণ বিদেশগমনকারীর পক্ষে ব্যাংক থেকে ডলার কেনা সম্ভব কি না, সেটাও ভেবে দেখা দরকার। এ জন্য যে হ্যাপা পোহাতে হয়, তা এড়ানোর জন্য বিদেশগামী মানুষ মানি এক্সচেঞ্জগুলোর দ্বারস্থ হন। সেই মানি এক্সচেঞ্জগুলো এখন সুযোগ পেয়ে ব্যাংকের নিয়মনীতি ছাড়াই ডলারের অবৈধ মজুত এবং বিক্রি করে চলেছে।
ডলার-সংকটের একটা কারণ হিসেবে আমরা উল্লেখ করেছি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা। কিন্তু আরেকটু তলিয়ে দেখলে আমরা সহজেই বুঝতে পারব, দেশে ঠিকপথে রেমিট্যান্স না এসে হুন্ডির মাধ্যমে আসার কারণেও ডলারের বাজারে এই অস্থিরতা চলছে। কিছুদিন আগে একটি সংবাদে আমরা লক্ষ করেছি, প্রবাসী বাঙালিদের অনেকেই ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে টাকার লেনদেন করছেন।
ব্যাংকের বেঁধে দেওয়া ডলারের রেট আর বাস্তবে কেনাকাটার মধ্যে পার্থক্য অনেক বেড়ে যাওয়ায় স্বভাবতই প্রবাসী মানুষ হুন্ডির পথ বেছে নিচ্ছেন। এটি একটি সহজ প্রবণতা। এই প্রবণতার কারণে বৈধ পথে ডলার আসছে কম। তাতে সরকারের রিজার্ভে হচ্ছে ঘাটতি। অন্যদিকে ডলারের কারবারিরা সেই ডলার অবৈধভাবে পাচার করার মওকাও পেয়ে যাচ্ছে। এ ছাড়া আমদানি-রপ্তানি ক্ষেত্রে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের কারসাজি আছেই, আজকের আলোচনা সে বিষয়ে নয়।
অবৈধভাবে লেনদেনে কেন অভ্যস্ত হয়ে উঠল এই মানি এক্সচেঞ্জগুলো, সে বিষয়টি একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে, শুধু খবরদারি আর নিয়মনীতির ধুয়া তুলে এই অন্যায় কাজ রুখে দেওয়া যাবে না। যেভাবে কাঁচাবাজার চলে গেছে সিন্ডিকেটের দখলে, সেভাবেই অবাধে ডলার বেচাকেনার সুযোগ কাজে লাগাচ্ছে তারা। বাজার স্থিতিশীল করতে হলে ব্যাংকের বেঁধে দেওয়া রেট ও মানি এক্সচেঞ্জে ডলার কেনার রেটের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। কিন্তু ব্যাংক থেকে ডলার কেনা না গেলে এবং মানি এক্সচেঞ্জে বেশি দামে কেনার সুযোগ থাকলে মানুষ তো সেখানেই যাবে। আর সেই সুযোগে নিজের ইচ্ছামতো ডলারের দাম ধরে বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জগুলো। বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি থোড়াই কেয়ার করে ব্যবসা করে যাবে তারা।
সরলভাবে দেখলে, মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে এই অসামঞ্জস্য দূর করা যাবে না। ডলারের অস্থিরতা কমানোর জন্য বেছে নিতে হবে এমন একটি পথ, যে পথই মানি এক্সচেঞ্জগুলোকে এ রকম স্বাধীন অনাচার করার প্রবণতা রুখে দেবে। নীতি এবং তার প্রয়োগ হতে হবে বাস্তবসম্মত, নইলে এই অনাচারের ঘাড়ে লাগাম পরানো যাবে না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে