Ajker Patrika

পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ২৮
পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

নাটোরের বাগাতিপাড়ায় ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড়াল সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যা কিছু করা দরকার, তার সবকিছুই করা হবে। এ নির্বাচনে নয়টি কেন্দ্রের সব কটিতেই একজন করে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন এবং ভোট শেষে নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রেই ফলাফল দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আসলাম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম অনন্যা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মাজিদ, ওসি সিরাজুল ইসলাম।

এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী এবং সাধারণ সদস্য প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত