Ajker Patrika

বৃষ্টিতে ইটভাটার ক্ষতি দুশ্চিন্তায় শ্রমিকেরা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৪
বৃষ্টিতে ইটভাটার ক্ষতি দুশ্চিন্তায় শ্রমিকেরা

মাঘ মাসে হঠাৎ বৃষ্টিতে দিনাজপুরের হিলি, বীরগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ইটভাটাগুলোতে কাঁচা ইট পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভাটামালিকেরা। এদিকে, ইট নষ্ট হয়ে যাওয়ায় বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভাটায় কর্মরত শ্রমিকেরা।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়ে তা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। বিকেলে বন্ধের পর রাতে আবারও থেমে থেমে বৃষ্টিপাত হয়। শনিবার আকাশ মেঘলা থাকলেও নতুন করে বৃষ্টিপাত হয়নি। এতে করে ইটভাটায় পোড়ানোর জন্য প্রস্তুত খামাল করে রাখা কাঁচা ইটগুলো সম্পূর্ণ ভিজে নষ্ট হয়ে যায়।

হিলিতে ইটভাটা শ্রমিক বৈদ্যনাথ রায় বলেন, ‘আমরা কাঁচা ইট প্রস্তুত করে খামাল দিয়ে রেখেছিলাম; কিন্তু বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ বৃষ্টিতে সব পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এই ইট নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের যে মজুরি তা আর পাব না। এখন আবার যে নতুন করে কাজ করব সেটার পরিবেশ নেই।’

পলাশবাড়ী এসটিবি ব্রিকসের স্বত্বাধিকারী আনিছুর রহমান ও এমএমবি ব্রিকসের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র জানান, তাঁদের ভাটায় ১০ থেকে ১২ লাখ ইট পোড়ানোর জন্য প্রস্তুত করা ছিল। বৃষ্টিতে সম্পূর্ণ ইট নষ্ট হয়ে গেছে। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত