Ajker Patrika

ওমিক্রণ রোধে সতর্কতা বাড়ানোর নির্দেশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১: ১৯
ওমিক্রণ রোধে সতর্কতা বাড়ানোর নির্দেশ

যশোরের বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকচালক ও যাত্রীর মাধ্যমে করোনা নতুন ধরন ওমিক্রন যেন ছড়াতে না পারে সে জন্য প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে বৈঠক করেছেন জেলা সিভিল সার্জন।

গতকাল মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থলবন্দর মিলনায়তনে নবগত জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘গত দুই বছরে করোনার প্রভাবে বিভিন্নভাবে বাণিজ্য ও শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে আবারও করোনা সংক্রমণ বেড়েছে। এর মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন বাড়ছে। দেশেও ছড়িয়েছে ওমিক্রন। এই করোনা প্রতিরোধে আমাদের আরও সতর্কতা বাড়াতে হবে।’

ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘সরকারের যে নির্দেশনা তা যার যার অবস্থান থেকে মানতে হবে। ভারতীয় ট্রাকচালকেরা যেন বন্দরে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন সে দিকে আরও নজরদারি বাড়াতে হবে। সবাইকে সম্মিলিতভাবে করোনার মোকাবিলা করে নিজে নিরাপদ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে আন্তরিক হয়ে কাজ করতে হবে।’

এ সময় যেকোনো প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ ও পরামর্শ করারও অনুরোধ জানান সিভিল সার্জন।

বৈঠকে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউছুপ আলী, বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন, বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন কবীর তরফদার, ইমিগ্রেশন ওসি মো. রাজু, বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত