বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকচালক ও যাত্রীর মাধ্যমে করোনা নতুন ধরন ওমিক্রন যেন ছড়াতে না পারে সে জন্য প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে বৈঠক করেছেন জেলা সিভিল সার্জন।
গতকাল মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থলবন্দর মিলনায়তনে নবগত জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠকে জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘গত দুই বছরে করোনার প্রভাবে বিভিন্নভাবে বাণিজ্য ও শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে আবারও করোনা সংক্রমণ বেড়েছে। এর মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন বাড়ছে। দেশেও ছড়িয়েছে ওমিক্রন। এই করোনা প্রতিরোধে আমাদের আরও সতর্কতা বাড়াতে হবে।’
ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘সরকারের যে নির্দেশনা তা যার যার অবস্থান থেকে মানতে হবে। ভারতীয় ট্রাকচালকেরা যেন বন্দরে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন সে দিকে আরও নজরদারি বাড়াতে হবে। সবাইকে সম্মিলিতভাবে করোনার মোকাবিলা করে নিজে নিরাপদ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে আন্তরিক হয়ে কাজ করতে হবে।’
এ সময় যেকোনো প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ ও পরামর্শ করারও অনুরোধ জানান সিভিল সার্জন।
বৈঠকে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউছুপ আলী, বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন, বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন কবীর তরফদার, ইমিগ্রেশন ওসি মো. রাজু, বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজি প্রমুখ।
যশোরের বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকচালক ও যাত্রীর মাধ্যমে করোনা নতুন ধরন ওমিক্রন যেন ছড়াতে না পারে সে জন্য প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে বৈঠক করেছেন জেলা সিভিল সার্জন।
গতকাল মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থলবন্দর মিলনায়তনে নবগত জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠকে জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘গত দুই বছরে করোনার প্রভাবে বিভিন্নভাবে বাণিজ্য ও শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে আবারও করোনা সংক্রমণ বেড়েছে। এর মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন বাড়ছে। দেশেও ছড়িয়েছে ওমিক্রন। এই করোনা প্রতিরোধে আমাদের আরও সতর্কতা বাড়াতে হবে।’
ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘সরকারের যে নির্দেশনা তা যার যার অবস্থান থেকে মানতে হবে। ভারতীয় ট্রাকচালকেরা যেন বন্দরে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন সে দিকে আরও নজরদারি বাড়াতে হবে। সবাইকে সম্মিলিতভাবে করোনার মোকাবিলা করে নিজে নিরাপদ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে আন্তরিক হয়ে কাজ করতে হবে।’
এ সময় যেকোনো প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ ও পরামর্শ করারও অনুরোধ জানান সিভিল সার্জন।
বৈঠকে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউছুপ আলী, বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন, বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন কবীর তরফদার, ইমিগ্রেশন ওসি মো. রাজু, বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজি প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে