নাজমুল হাসান সাগর ও জুবাইদুল ইসলাম, শেরপুর থেকে
জেলার তিনটি আসনের মধ্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে গতানুগতিক দলীয় কার্যক্রম আর পোস্টার লাগানো ছাড়া তেমন কোনো তৎপরতা নেই। আসনটিতে সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর নামমাত্র প্রতিদ্বন্দ্বী দুই নবীন প্রার্থী। মতিয়া ছাড়া অন্যদের ভোটের মাঠে চোখেই পড়ে না। জাসদ মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহানও লড়াই থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছেন। এতে ফল অনেকটা নির্ধারিত হয়ে যাওয়ায় ভোটারদের মধ্যে তেমন আগ্রহ নেই। এই অবস্থায় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত স্থানীয় আওয়ামী লীগ।
নালিতাবাড়ী পৌরসভার উত্তর বাজার এলাকায় কথা হয় পরিচ্ছন্নতাকর্মী বুলবুলি বৈরাগীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের ভোটের জন্য তো আর নির্বাচন থাইমা থাকবো না। প্রার্থীই তো নাই। আমরা ভোট না দিলেও মতিয়াই পাস করবো।’
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুন বলেন, ‘এই আসনে একাধিক শক্ত প্রার্থী না থাকায় মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। আমরা চাই অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন।’
ভোটার উপস্থিতি নিয়ে কিছু অস্বস্তি আছে স্থানীয় আওয়ামী লীগে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজও করছেন নেতারা। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো কিছুটা চ্যালেঞ্জিং। তবে মতিয়া আপার উন্নয়নের জন্যই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেবে।’
একেবারেই বিপরীত চিত্র শেরপুর-১ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে। নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে। শেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি জাপা প্রার্থী মাঠে থাকায় বাড়ছে উত্তাপ। তবে এই আসনে অপর ৫ প্রার্থীকে নিয়ে তেমন আলোচনা নেই। আসনটিতে নৌকা প্রতীকে লড়ছেন টানা পাঁচবারের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। তিনি ২০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতিও। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। এই দুই প্রার্থীর সমর্থনে দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ।
ছানুর সমর্থনে প্রকাশ্যে নেমেছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ দলের নেতা-কর্মীদের একাংশ। এতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে নৌকার প্রার্থীকে।
শেরপুর-৩ আসনে প্রার্থীরা তীব্র শীত উপেক্ষা করে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এবং নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ, পথসভা করছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম। অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এস এম এ ওয়ারেজ নাইম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।
নৌকা ও ট্রাকের পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে গেছে শ্রীবরদী ও ঝিনাইগাতী আওয়ামী লীগ। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোতাহারুল ইসলামসহ অধিকাংশ নেতা-কর্মী ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। ভোটার সংখ্যার ব্যবধানে ঝিনাইগাতী উপজেলা অনেক পিছিয়ে থাকায় স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারবেন না বলে ধারণা স্থানীয় অনেক বাসিন্দার। তবে জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী। তিনি বলেন, ‘আমার ভোট শুধু ঝিনাইগাতীতে নয়, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সাধারণ ভোটাররা আমার পক্ষে আছে। জয়ের ব্যাপারে আশাবাদী।’
তবে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও নৌকার প্রার্থীর সঙ্গে আছেন। এ ডি এম শহিদুল ইসলাম বলেন, ‘শ্রীবরদী-ঝিনাইগাতীর মানুষ বিপুল ভোটে আমাকে জয়ী করবেন।’
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী প্রতিনিধি।]
জেলার তিনটি আসনের মধ্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে গতানুগতিক দলীয় কার্যক্রম আর পোস্টার লাগানো ছাড়া তেমন কোনো তৎপরতা নেই। আসনটিতে সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর নামমাত্র প্রতিদ্বন্দ্বী দুই নবীন প্রার্থী। মতিয়া ছাড়া অন্যদের ভোটের মাঠে চোখেই পড়ে না। জাসদ মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহানও লড়াই থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছেন। এতে ফল অনেকটা নির্ধারিত হয়ে যাওয়ায় ভোটারদের মধ্যে তেমন আগ্রহ নেই। এই অবস্থায় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত স্থানীয় আওয়ামী লীগ।
নালিতাবাড়ী পৌরসভার উত্তর বাজার এলাকায় কথা হয় পরিচ্ছন্নতাকর্মী বুলবুলি বৈরাগীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের ভোটের জন্য তো আর নির্বাচন থাইমা থাকবো না। প্রার্থীই তো নাই। আমরা ভোট না দিলেও মতিয়াই পাস করবো।’
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুন বলেন, ‘এই আসনে একাধিক শক্ত প্রার্থী না থাকায় মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। আমরা চাই অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন।’
ভোটার উপস্থিতি নিয়ে কিছু অস্বস্তি আছে স্থানীয় আওয়ামী লীগে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজও করছেন নেতারা। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো কিছুটা চ্যালেঞ্জিং। তবে মতিয়া আপার উন্নয়নের জন্যই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেবে।’
একেবারেই বিপরীত চিত্র শেরপুর-১ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে। নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে। শেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি জাপা প্রার্থী মাঠে থাকায় বাড়ছে উত্তাপ। তবে এই আসনে অপর ৫ প্রার্থীকে নিয়ে তেমন আলোচনা নেই। আসনটিতে নৌকা প্রতীকে লড়ছেন টানা পাঁচবারের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। তিনি ২০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতিও। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। এই দুই প্রার্থীর সমর্থনে দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ।
ছানুর সমর্থনে প্রকাশ্যে নেমেছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ দলের নেতা-কর্মীদের একাংশ। এতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে নৌকার প্রার্থীকে।
শেরপুর-৩ আসনে প্রার্থীরা তীব্র শীত উপেক্ষা করে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এবং নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ, পথসভা করছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম। অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এস এম এ ওয়ারেজ নাইম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।
নৌকা ও ট্রাকের পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে গেছে শ্রীবরদী ও ঝিনাইগাতী আওয়ামী লীগ। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোতাহারুল ইসলামসহ অধিকাংশ নেতা-কর্মী ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। ভোটার সংখ্যার ব্যবধানে ঝিনাইগাতী উপজেলা অনেক পিছিয়ে থাকায় স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারবেন না বলে ধারণা স্থানীয় অনেক বাসিন্দার। তবে জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী। তিনি বলেন, ‘আমার ভোট শুধু ঝিনাইগাতীতে নয়, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সাধারণ ভোটাররা আমার পক্ষে আছে। জয়ের ব্যাপারে আশাবাদী।’
তবে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও নৌকার প্রার্থীর সঙ্গে আছেন। এ ডি এম শহিদুল ইসলাম বলেন, ‘শ্রীবরদী-ঝিনাইগাতীর মানুষ বিপুল ভোটে আমাকে জয়ী করবেন।’
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী প্রতিনিধি।]
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে