Ajker Patrika

চলছে মোটরসাইকেল মহড়া প্রতিযোগিতা

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৭: ২৯
চলছে মোটরসাইকেল মহড়া প্রতিযোগিতা

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। এই তফসিলেও বদরগঞ্জের কোনো ইউনিয়ন না থাকলেও গণসংযোগে থেমে নেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

দুর্গাপূজার শুরু থেকে সম্ভাব্য প্রার্থীরা মোটরসাইকেল মহড়ার প্রতিযোগিতায় নেমেছেন। তাঁরা মোটরসাইকেল বহর নিয়ে মণ্ডপ পরিদর্শন করে কমিটিকে নগদ অর্থসহায়তা দিয়েছেন। এরপর নিজের যোগ্যতা তুলে ধরে সমর্থন নেওয়ার চেষ্টা করেন।

গতকাল বৃহস্পতিবার দামোদরপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আজিজুল হক চার শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। তিনি ২২টি মণ্ডপ পরিদর্শন এবং কমিটিকে অর্থসহায়তা করেন। এ ছাড়া বিষ্ণুপুর ইউনিয়নে মণ্ডপ পরিদর্শনে চার শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে যান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফিন্দিউল হাসান চৌধুরী শান্ত।

এর আগে গত বুধবার বিকেলে দামোদরপুরে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মহড়া দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ হোসেন। তাঁর মহড়ায় তিন শতাধিক মোটরসাইকেল ছিল। তিনিও মণ্ডপ পরিদর্শন করে অর্থসহায়তা দেন।

একই দিনে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে রামনাথপুর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোহছিনা বেগম। তাঁকে দেখে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনও মহড়া দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত