রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ের শতবর্ষী এসডিও বাংলো সংস্কারের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
এদিকে তবে শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতর হলেও এসডিও বাংলো সংস্কারে অনুমতি না নেওয়ার অভিযোগ তুলে উদ্বোধনে বাধা দেয় বিজিবি।
ডাকবাংলোটি রামগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সীমান্তবর্তী ফেনী নদীর কূলঘেঁষে অবস্থিত। বাংলোর সংক্ষিপ্ত ইতিহাসসংবলিত বিলবোর্ড এর প্রবেশমুখে স্থাপন করা হয়েছে। গতকাল সংস্কারকাজ উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ আরাফাত ছাড়াও রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ছিলেন।
রামগড় ইউএনও ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় রাঙামাটির পতনের পর পার্বত্য চট্টগ্রাম জেলা সদর রামগড়ে স্থানান্তরিত করে স্বাধীন বাংলা সরকারের কার্যক্রম পরিচালনা করা হয়। তৎকালীন রাঙামাটি জেলা প্রশাসক এইচ টি ইমাম এখানে স্বাধীন সরকারের প্রশাসনিক কার্যক্রম চালাতেন। ঐতিহাসিক নিদর্শন হিসেবে এসডিও বাংলোটি জেলা প্রশাসকের নির্দেশে সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকেরা যেন বেড়াতে এসে সেই ইতিহাস জানতে পারেন, এ জন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে।’
সংস্কারে বাধা দেওয়া প্রসঙ্গে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার বলেন, ‘শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে বিজিবির অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। এসডিও বাংলো সংস্কারের সময় বিলবোর্ড স্থাপনে কোনো অনুমতি নেওয়া হয়নি। যার জন্য বিজিবি সদস্যরা প্রথমে বাধা দেয়। যেহেতু প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়েছে, সে জন্য বিজিবি সদস্যরা ক্যাম্পে ফিরে আসে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’
১৯২০ সালে রামগড়কে মহাকুমায় রূপান্তরের পর সীমান্তবর্তী ফেনী নদীর কূলঘেঁষে তৎকালীন ব্রিটিশ সরকার মহাকুমা প্রশাসকের জন্য বাংলোটি নির্মাণ করে।
খাগড়াছড়ির রামগড়ের শতবর্ষী এসডিও বাংলো সংস্কারের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
এদিকে তবে শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতর হলেও এসডিও বাংলো সংস্কারে অনুমতি না নেওয়ার অভিযোগ তুলে উদ্বোধনে বাধা দেয় বিজিবি।
ডাকবাংলোটি রামগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সীমান্তবর্তী ফেনী নদীর কূলঘেঁষে অবস্থিত। বাংলোর সংক্ষিপ্ত ইতিহাসসংবলিত বিলবোর্ড এর প্রবেশমুখে স্থাপন করা হয়েছে। গতকাল সংস্কারকাজ উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ আরাফাত ছাড়াও রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ছিলেন।
রামগড় ইউএনও ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় রাঙামাটির পতনের পর পার্বত্য চট্টগ্রাম জেলা সদর রামগড়ে স্থানান্তরিত করে স্বাধীন বাংলা সরকারের কার্যক্রম পরিচালনা করা হয়। তৎকালীন রাঙামাটি জেলা প্রশাসক এইচ টি ইমাম এখানে স্বাধীন সরকারের প্রশাসনিক কার্যক্রম চালাতেন। ঐতিহাসিক নিদর্শন হিসেবে এসডিও বাংলোটি জেলা প্রশাসকের নির্দেশে সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকেরা যেন বেড়াতে এসে সেই ইতিহাস জানতে পারেন, এ জন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে।’
সংস্কারে বাধা দেওয়া প্রসঙ্গে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার বলেন, ‘শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে বিজিবির অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। এসডিও বাংলো সংস্কারের সময় বিলবোর্ড স্থাপনে কোনো অনুমতি নেওয়া হয়নি। যার জন্য বিজিবি সদস্যরা প্রথমে বাধা দেয়। যেহেতু প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়েছে, সে জন্য বিজিবি সদস্যরা ক্যাম্পে ফিরে আসে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’
১৯২০ সালে রামগড়কে মহাকুমায় রূপান্তরের পর সীমান্তবর্তী ফেনী নদীর কূলঘেঁষে তৎকালীন ব্রিটিশ সরকার মহাকুমা প্রশাসকের জন্য বাংলোটি নির্মাণ করে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে