সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
হস্তান্তরের আগেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদের পাশে নির্মিত মডেল মসজিদে এ ফাটল ধরেছে।
২০১৮ সালের শেষের দিকে গণপূর্ত অধিদপ্তরের অধীন ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে ৪৩ শতক জমির ওপর মসজিদের নির্মাণকাজ শুরু হয়। আর এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১২ কোটি ১৫ লাখ টাকা। নির্মাণকাজের দায়িত্ব পান খায়রুল কবির রানা নামের এক ঠিকাদার। গত বছরের ২১ জুন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখনো কিছু কাজ বাকি থাকায় ইসলামিক ফাউন্ডেশনের কাছে মসজিদটি হস্তান্তর করেনি কর্তৃপক্ষ। কিন্তু এরই মধ্যে মসজিদের দেয়াল ও ছাদে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন মুসল্লিরা। মুসল্লিদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় মসজিদে ফাটল ধরেছে। যেকোনো সময় মসজিদ ভেঙে পড়তে পারে।
গতকাল শনিবার মসজিদের দ্বিতীয়-তৃতীয় তলায় বিভিন্ন দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। এটি দেখে স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাসুদুর রহমান বলেন, ‘মসজিদে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এটি এখন আমাদের জন্য আতঙ্কের কারণ। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
মসজিদ দেখতে আসা কাঁঠালডাঙ্গী এলাকার নুরুন নবী বলেন, ‘নামাজ পড়ার আগেই দেখছি ফাটল ধরেছে। উদ্বোধনের আট মাসের মধ্যে যেহেতু ফাটল ধরেছে আরও বড় ধরনেরও ফাটল থাকতে পারে। এটি ধসে পড়লে বড় দুর্ঘটনার ঘটনা ঘটতে পারে।’
এ বিষয়ে বক্তব্য নিতে ঠিকাদার খায়রুল কবির রানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে গত বুধবার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এম কে এম নুরুল হাসান মসজিদটি পরিদর্শনে যান। তিনি বলেন, ‘কিছু জায়গার পলেস্তারায় ফাটল দেখা গেছে। এটি আমরা দ্রুত ভেঙে নতুনভাবে পলেস্তারা করে দেব। জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।’
ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান বলেন, ‘আমি সরেজমিন মসজিদটির বেশ কয়েকটি স্থানে লম্বা ফাটল দেখেছি। শুধু দ্বিতীয়-তৃতীয় তলায় নয়, নিচতলা থেকে শুরু করে বিভিন্ন সংযোগস্থলে ফাটল রয়েছে। কিছু অনিয়ম তো হয়েছেই, না হলে এমনটি হওয়ার কথা নয়।’
এ প্রসঙ্গে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফাটলের বিষয়টি নিয়ে আমি গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা বলছে (গণপূর্ত বিভাগ) দেয়ালে যে ফাটল দেখা দিয়েছে, এটি দালানের ফাটল নাকি পলেস্তারার ফাটল—বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। দেয়ালটির পলেস্তারা খসানোর কথা রয়েছে। এরপর যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে আমরা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দেব।’
হস্তান্তরের আগেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদের পাশে নির্মিত মডেল মসজিদে এ ফাটল ধরেছে।
২০১৮ সালের শেষের দিকে গণপূর্ত অধিদপ্তরের অধীন ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে ৪৩ শতক জমির ওপর মসজিদের নির্মাণকাজ শুরু হয়। আর এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১২ কোটি ১৫ লাখ টাকা। নির্মাণকাজের দায়িত্ব পান খায়রুল কবির রানা নামের এক ঠিকাদার। গত বছরের ২১ জুন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখনো কিছু কাজ বাকি থাকায় ইসলামিক ফাউন্ডেশনের কাছে মসজিদটি হস্তান্তর করেনি কর্তৃপক্ষ। কিন্তু এরই মধ্যে মসজিদের দেয়াল ও ছাদে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন মুসল্লিরা। মুসল্লিদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় মসজিদে ফাটল ধরেছে। যেকোনো সময় মসজিদ ভেঙে পড়তে পারে।
গতকাল শনিবার মসজিদের দ্বিতীয়-তৃতীয় তলায় বিভিন্ন দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। এটি দেখে স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাসুদুর রহমান বলেন, ‘মসজিদে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এটি এখন আমাদের জন্য আতঙ্কের কারণ। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
মসজিদ দেখতে আসা কাঁঠালডাঙ্গী এলাকার নুরুন নবী বলেন, ‘নামাজ পড়ার আগেই দেখছি ফাটল ধরেছে। উদ্বোধনের আট মাসের মধ্যে যেহেতু ফাটল ধরেছে আরও বড় ধরনেরও ফাটল থাকতে পারে। এটি ধসে পড়লে বড় দুর্ঘটনার ঘটনা ঘটতে পারে।’
এ বিষয়ে বক্তব্য নিতে ঠিকাদার খায়রুল কবির রানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে গত বুধবার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এম কে এম নুরুল হাসান মসজিদটি পরিদর্শনে যান। তিনি বলেন, ‘কিছু জায়গার পলেস্তারায় ফাটল দেখা গেছে। এটি আমরা দ্রুত ভেঙে নতুনভাবে পলেস্তারা করে দেব। জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।’
ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান বলেন, ‘আমি সরেজমিন মসজিদটির বেশ কয়েকটি স্থানে লম্বা ফাটল দেখেছি। শুধু দ্বিতীয়-তৃতীয় তলায় নয়, নিচতলা থেকে শুরু করে বিভিন্ন সংযোগস্থলে ফাটল রয়েছে। কিছু অনিয়ম তো হয়েছেই, না হলে এমনটি হওয়ার কথা নয়।’
এ প্রসঙ্গে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফাটলের বিষয়টি নিয়ে আমি গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা বলছে (গণপূর্ত বিভাগ) দেয়ালে যে ফাটল দেখা দিয়েছে, এটি দালানের ফাটল নাকি পলেস্তারার ফাটল—বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। দেয়ালটির পলেস্তারা খসানোর কথা রয়েছে। এরপর যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে আমরা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে