Ajker Patrika

ভাসানচরে দালাল সন্দেহে গ্রেপ্তার ৬

প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০: ৩১
ভাসানচরে দালাল সন্দেহে গ্রেপ্তার  ৬

ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালাতে সাহায্য করার অভিযোগে ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এপিবিএনের সিভিল টিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ১০ নম্বর ক্লাস্টারের এফ-১০ কক্ষের মো. সাবের (২১), একই ক্লাস্টারে ডি ১১-১২ কক্ষের আবদুল গফফার (৩২), ২৪ নম্বর ক্লাস্টারের এইচ-৫ কক্ষের জুবায়ের (২০), একই ক্লাস্টারের সি-৬ কক্ষের রফিক (১৮), এইচ-১১ কক্ষের জাহাঙ্গীর আলম (১৯) ও সাত নম্বর ক্লাস্টারের এফ-১৩ কক্ষের আবুল হোসেন (২৬)।

ভাসানচর থানা সূত্র জানায়, ছয়জনসহ ২১ জনের বিরুদ্ধে এপিবিএনের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে মামলা করেছেন। এতে আরও ২২-২৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পলাতে সহায়তা করত বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত