মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
পাওনাদারের টাকা শোধ করার জন্য ছিনতাইয়ের পরিকল্পনা করেন আবদুল্লাহ আল ফাহাদ। তবে ছিনতাইয়ের সময় চিনে ফেলায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে হত্যা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এসব কথা জানান আসামিরা। মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, ‘গতকাল বুধবার সকালে আবুল কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল্লাহ আল ফাহাদ (১৯), নজরুল ইসলাম (২৮), মো. সিরাজ (৬০), মীর হোসেন (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল্লাহ আল ফাহাদের চাচার ঘর থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আবদুল্লাহ আল ফাহাদ পুলিশকে জানান, তিনি জ্বালানি কাঠের (লাকড়ি) ব্যবসা করত। মিরসরাইয়ের একজনের কাছ থেকে তিনি ৩ হাজার টাকা বাকিতে লাকড়ি কেনেন। স্থানীয় একজনের কাছে তিনি লাকড়ি বাকিতে বিক্রি করেন। পাওনাদার টাকার জন্য তাঁকে চাপ দিতে থাকে। তিনি টাকার ব্যবস্থা না করতে পেরে ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ২৬ জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি সেতুর ওপর ফাহাদ, সাজ্জাদ ও মীর হোসেন অপেক্ষা করতে থাকেন। এ সময় একজন পথচারী আসতে দেখে তাঁর গতিরোধ করেন। এ সময় পথচারী আবুল কাশেম তাঁকে চিনে ফেলায় ছুরিকাঘাত করে খালের পাশে ফেলে যান। পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টায় কাশেমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। তাঁরা আটক হওয়ার পর জানতে পারেন আবুল কাশেম মারা গেছেন।
এ ঘটনায় গত সোমবার রাতে আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেন।
পাওনাদারের টাকা শোধ করার জন্য ছিনতাইয়ের পরিকল্পনা করেন আবদুল্লাহ আল ফাহাদ। তবে ছিনতাইয়ের সময় চিনে ফেলায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে হত্যা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এসব কথা জানান আসামিরা। মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, ‘গতকাল বুধবার সকালে আবুল কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল্লাহ আল ফাহাদ (১৯), নজরুল ইসলাম (২৮), মো. সিরাজ (৬০), মীর হোসেন (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল্লাহ আল ফাহাদের চাচার ঘর থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আবদুল্লাহ আল ফাহাদ পুলিশকে জানান, তিনি জ্বালানি কাঠের (লাকড়ি) ব্যবসা করত। মিরসরাইয়ের একজনের কাছ থেকে তিনি ৩ হাজার টাকা বাকিতে লাকড়ি কেনেন। স্থানীয় একজনের কাছে তিনি লাকড়ি বাকিতে বিক্রি করেন। পাওনাদার টাকার জন্য তাঁকে চাপ দিতে থাকে। তিনি টাকার ব্যবস্থা না করতে পেরে ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ২৬ জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি সেতুর ওপর ফাহাদ, সাজ্জাদ ও মীর হোসেন অপেক্ষা করতে থাকেন। এ সময় একজন পথচারী আসতে দেখে তাঁর গতিরোধ করেন। এ সময় পথচারী আবুল কাশেম তাঁকে চিনে ফেলায় ছুরিকাঘাত করে খালের পাশে ফেলে যান। পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টায় কাশেমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। তাঁরা আটক হওয়ার পর জানতে পারেন আবুল কাশেম মারা গেছেন।
এ ঘটনায় গত সোমবার রাতে আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে