Ajker Patrika

ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র জমা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৪৪
ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র জমা

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিনে তাঁরা এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়া সাত প্রার্থীর মধ্যে ছয়জনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। বাকিজন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা।

যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, ঢাকা জেলা দক্ষিণ তাঁতি লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রাকিব, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল।

এ ছাড়া ইসলামী আন্দোলনের নেতা মো. বুরহান উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ২৬ ডিসেম্বর।

উল্লেখ্য, অস্ত্র মামলায় দণ্ডিত হওয়ায় ও নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত