Ajker Patrika

ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ২

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩: ০৩
ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ২

দাউদকান্দিতে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার সমর্থকেরা আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার জিংলাতলী ইউপি মার্কেটের পাশে এ হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ প্রার্থীর দুজন সমর্থক আহত হয়েছেন।

আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা ছাত্রলীগ কর্মী শাকিল আহমেদ (২১) ও তাঁর ভাই তাজুল ইসলাম। এর মধ্যে শাকিল আহমেদকে স্থানীয় বাসীন্দারা উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর এক হাত দুই পা ভেঙে যাওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁর সন্ত্রাসী বাহিনী নৌকা প্রতীকের বিভিন্ন নেতা-কর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই জের ধরে ছাত্রলীগ কর্মী তাজুল ইসলাম ও তাঁর ভাই শাকিল আহমেদের ওপর হামলা চালায়। পরে ট্রিপল নাইনে কল দিলে গৌরীপুর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁকে মারাত্মক জখম অবস্থায় দেখতে পায়।

এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী তাজুল ইসলাম বলেন, ‘তাঁরা বিদেশে যেতে টিকা নেওয়ার জন্য কুমিল্লা যাওয়ার জন্য মহা সড়কের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি মাইক্রোবাস তাঁদরকে দেখে থামায়। পরে চেয়ারম্যান আলমগীরের সমর্থক বোরহান, নুর আলম, শাহ পরানসহ ১২-১৩ জন লোক তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাজুল ইসলাম দৌড়ে পালিয়ে যান। শাকিল পড়ে যাওয়ায় তাঁকে এলোপাতাড়িভাবে মারধর করেন।

চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা বলেন, ‘আমার কর্মীরা হামলা করেছে বিষয়টি জেনেছি। তবে পরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। বিষয়টি আমরা সবাই মিলে মীমাংসা করব। ভবিষ্যতে এ ধরনে ঘটনা যেন না ঘটে, সেটাই চেষ্টা করব।’

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। পরে হাসপাতালে গিয়েও ঘটনা জেনে আসে। হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত