Ajker Patrika

গোয়াইনঘাটে উদ্বোধনের অপেক্ষায় আশ্রয়কেন্দ্র

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ৫৯
গোয়াইনঘাটে উদ্বোধনের অপেক্ষায় আশ্রয়কেন্দ্র

গোয়াইনঘাট উপজেলায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন বন্যা আশ্রয়কেন্দ্র। উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দশগাঁও নওয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বিপদাপন্ন মানুষ ও তাদের সম্পদ রক্ষায় এই বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ পরবর্তী সফরে তাঁর নির্বাচনী এলাকা গোয়াইনঘাট উপজেলা এলেই এ ভবন উদ্বোধন হবে। বন্যা প্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

তিনতলা বিশিষ্ট ভবনটির নিচতলা থাকবে সম্পূর্ণ খালি। এতে গবাদিপশু, হাঁস-মুরগি, মালামাল রাখার ব্যবস্থার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় তলায় দুর্যোগের সময় নারী-পুরুষ ও শিশুরা আশ্রয় নিতে পারবে। মোট ৪০০ জন নারী-পুরুষ ও শিশু এবং ১০০ গবাদিপশু ধারণ ক্ষমতার এ ভবনে খাবার পানির জন্য গভীর নলকূপ, অন্যান্য কাজে ব্যবহারে জন্য অগভীর নলকূপ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং পানি ওঠানোর মোটর বসানো হবে।

বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি রাতের বেলা সৌর বিদ্যুতের আলোতে আলোকিত থাকবে ভবনটি। শুধু তাই নয়, ভবনটিতে প্রবেশের জন্য ৮৫০ ফুট সংযোগ সড়কও তৈরি করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ বলেন, দৃষ্টিনন্দন এ আশ্রয়কেন্দ্রের প্রতি তলার আয়তন ৪ হাজার ২৬২ দশমিক ৭৫ বর্গফুট এবং ভবনটির মোট আয়তন ১২ হাজার ৭৮৮ দশমিক ২৫ বর্গফুট।

গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগকালে আক্রান্ত মানুষ, গবাদিপশু ও অন্যান্য সম্পদ রক্ষার পাশাপাশি আশ্রয়কেন্দ্রটি দশগাওঁ নওয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত