সিলেটে বসছে আবৃত্তি শিল্পীদের মিলনমেলা

সিলেট সংবাদদাতা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০৯: ০৫
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ২০

সিলেটে বসছে আবৃত্তি শিল্পীদের মিলনমেলা। বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের উদ্যোগে সারা দেশের সঙ্গে নগরীতেও আয়োজন করা হয়েছে আবৃত্তি অনুষ্ঠানের।

নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে আজ রোববার অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

উদ্বোধন আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।

আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক বরেণ্য আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও সদস্যসচিব রূপা চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাঈদুল হাসান, ড. শাহাদাৎ হোসেন নিপু, যুগ্ম সদস্যসচিব মাসকুর-এ-সাত্তার কল্লোল, নাজমুল আহসান, আবু নাছের মানিক, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, ফারুক তাহের ও মো. মুজাহিদুল ইসলাম।

কবিতায় শান্তি ও মানুষের জয়গান প্রাণে প্রাণে ছড়িয়ে দিতে আবৃত্তি পরিবেশন করবেন স্থানীয় এবং ঢাকা থেকে আসা শিল্পীরা। এ ছাড়া সিলেট বিভাগের চারটি জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বর্ণাঢ্য এই আবৃত্তি আয়োজনে সবার উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামীমা চৌধুরী এবং বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম সদস্যসচিব সুকান্ত গুপ্ত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত