দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে তাবলিগ জামাতের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি সেতুর নিচে ব্রহ্মপুত্র নদের পারে অনুষ্ঠিত এই ইজতেমার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাকিরুজ্জামান রাখাল ও জামালপুর তাবলিগ জামাতের সুরা কমিটির নেতৃবৃন্দ।
ইজতেমা আয়োজন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ ডিসেম্বর নিজাম উদ্দিন অনুসারী তাবলিগ জামাত কাকরাইল সুরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জামালপুর জেলার ইজতেমা দেওয়ানগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। সেই মতে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এ ইজতেমা চলবে বলে জানান দায়িত্বশীল ব্যক্তিগণ।
ইজতেমা শুরুর ১ সপ্তাহ আগে থেকে শুরু হয় প্যান্ডেল, মঞ্চ, আলোকসজ্জাসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ। কোনো প্রকার প্রচার ছাড়াই ইজতেমা অনুষ্ঠান আয়োজনের খবর জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
সরেজমিনে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, ইজতেমার প্রথম দিনেই ইজতেমা মাঠে হাজারো মানুষের ঢল। ইজতেমায় আগত মুসল্লিগণের তিন দিন থাকা খাওয়াসহ অজু-গোসল প্রস্রাব পায়খানার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে ইজতেমা আয়োজক কমিটি।
ব্রহ্মপুত্র নদের দুই তীরে করা প্যান্ডেলে যাতায়াতের জন্য পানির ওপর মুসল্লিগণের পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাঁশ ও কাঠের পাটাতনের মজবুত সেতু। আগত মুসল্লিগণ খাবার তৈরির জন্য বাসন-কোসন, চাল-ডালসহ প্রয়োজনীয় উপকরণ এবং থাকার জন্য বিছানাপত্র নিজেদের দায়িত্বে এনেছেন। নিজেদের খাবার নিজেরাই রান্না করছেন। এদিকে ইজতেমাকে ঘিরে ইজতেমা প্রাঙ্গণে বসেছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকান। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চল্লিশটি জামাত ইজতেমায় এসেছে বলে জানা যায়। জামাত বন্দী হওয়া ছাড়াও অনেকেই এসেছেন ইজতেমায়।
কাকরাইল মার্কাজ থেকে দেশবরেণ্য আলেম ওলামাগণ শুরু থেকে পর্যায়ক্রমে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করছেন। আলেম ওলামাগণের বয়ান ও হাজারো হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণের আগমনে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা প্রাঙ্গণ।
জামালপুর তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) সুরা সদস্য ইন্জি লিয়াকত আলী বলেন, প্রশাসনের সহায়তায় ইজতেমার আয়োজন করা হয়েছে। সাদ সাহেবকে বিশ্ব আমির মেনে প্রথম দিনই ইজতেমায় আশানুরূপ মুসল্লিদের আগমন ঘটেছে। আখেরি মোনাজাত পর্যন্ত মুসল্লিদের সংখ্যা বর্তমানের দ্বিগুণ হবে বলে আশা করছি। আগামী শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, পোল্যাকান্দি ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিত জেলা ইজতেমাটি অনুষ্ঠিত হওয়ায় এ অঞ্চলে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়েছে। ইতিমধ্যে আমি ইজতেমা মাঠ পরিদর্শন করেছি। সাধারণ মানুষ উৎসাহ ভরে ইজতেমায় অংশগ্রহণ করছেন। তিনি এ সময় ইজতেমায় আগত মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
দেওয়ানগঞ্জ মডেল ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান, ইস্তেমায় কোন প্রকার বিশৃঙ্খলা যেনো না হয় তার জন্য তৎপর রয়েছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
জামালপুরের দেওয়ানগঞ্জে তাবলিগ জামাতের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি সেতুর নিচে ব্রহ্মপুত্র নদের পারে অনুষ্ঠিত এই ইজতেমার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাকিরুজ্জামান রাখাল ও জামালপুর তাবলিগ জামাতের সুরা কমিটির নেতৃবৃন্দ।
ইজতেমা আয়োজন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ ডিসেম্বর নিজাম উদ্দিন অনুসারী তাবলিগ জামাত কাকরাইল সুরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জামালপুর জেলার ইজতেমা দেওয়ানগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। সেই মতে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এ ইজতেমা চলবে বলে জানান দায়িত্বশীল ব্যক্তিগণ।
ইজতেমা শুরুর ১ সপ্তাহ আগে থেকে শুরু হয় প্যান্ডেল, মঞ্চ, আলোকসজ্জাসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ। কোনো প্রকার প্রচার ছাড়াই ইজতেমা অনুষ্ঠান আয়োজনের খবর জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
সরেজমিনে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, ইজতেমার প্রথম দিনেই ইজতেমা মাঠে হাজারো মানুষের ঢল। ইজতেমায় আগত মুসল্লিগণের তিন দিন থাকা খাওয়াসহ অজু-গোসল প্রস্রাব পায়খানার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে ইজতেমা আয়োজক কমিটি।
ব্রহ্মপুত্র নদের দুই তীরে করা প্যান্ডেলে যাতায়াতের জন্য পানির ওপর মুসল্লিগণের পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাঁশ ও কাঠের পাটাতনের মজবুত সেতু। আগত মুসল্লিগণ খাবার তৈরির জন্য বাসন-কোসন, চাল-ডালসহ প্রয়োজনীয় উপকরণ এবং থাকার জন্য বিছানাপত্র নিজেদের দায়িত্বে এনেছেন। নিজেদের খাবার নিজেরাই রান্না করছেন। এদিকে ইজতেমাকে ঘিরে ইজতেমা প্রাঙ্গণে বসেছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকান। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চল্লিশটি জামাত ইজতেমায় এসেছে বলে জানা যায়। জামাত বন্দী হওয়া ছাড়াও অনেকেই এসেছেন ইজতেমায়।
কাকরাইল মার্কাজ থেকে দেশবরেণ্য আলেম ওলামাগণ শুরু থেকে পর্যায়ক্রমে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করছেন। আলেম ওলামাগণের বয়ান ও হাজারো হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণের আগমনে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা প্রাঙ্গণ।
জামালপুর তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) সুরা সদস্য ইন্জি লিয়াকত আলী বলেন, প্রশাসনের সহায়তায় ইজতেমার আয়োজন করা হয়েছে। সাদ সাহেবকে বিশ্ব আমির মেনে প্রথম দিনই ইজতেমায় আশানুরূপ মুসল্লিদের আগমন ঘটেছে। আখেরি মোনাজাত পর্যন্ত মুসল্লিদের সংখ্যা বর্তমানের দ্বিগুণ হবে বলে আশা করছি। আগামী শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, পোল্যাকান্দি ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিত জেলা ইজতেমাটি অনুষ্ঠিত হওয়ায় এ অঞ্চলে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়েছে। ইতিমধ্যে আমি ইজতেমা মাঠ পরিদর্শন করেছি। সাধারণ মানুষ উৎসাহ ভরে ইজতেমায় অংশগ্রহণ করছেন। তিনি এ সময় ইজতেমায় আগত মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
দেওয়ানগঞ্জ মডেল ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান, ইস্তেমায় কোন প্রকার বিশৃঙ্খলা যেনো না হয় তার জন্য তৎপর রয়েছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে