Ajker Patrika

খুবির ৭ শিক্ষার্থী পেলেন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড

খুবি প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪: ০৮
খুবির ৭ শিক্ষার্থী পেলেন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ৭ শিক্ষার্থী পেলেন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। ১০ম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এই অ্যাওয়ার্ড দিয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান হয়।

গোল্ড মেডেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো. মেহেদি হাসান রাসেল, বিএসসি অনার্স, শান্তা খাতুন, এমএসসি (থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস, মো. আনারুল ইসলাম, এমএসসি (থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস, মো. জাহিদুল ইসলাম, এমএসসি (থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস, বিজন কুমার মণ্ডল, এমএসসি (নন-থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস, মো. নাজমুল হোসেন, এমএসসি (নন-থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস এবং পুষ্পেন সরকার এমএসসি (নন-থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস।

অ্যাওয়ার্ড প্রাপ্তদের একটি করে গোল্ড মেডেল, সনদ ও প্রাইজমানি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘সভ্যতার ক্রম বিকাশে গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গবেষণাসহ সকল উন্নয়নের নেপথ্য চালিকাশক্তি গণিত। গণিতের চর্চা, গবেষণা ও উৎকর্ষ মানবজাতির সামনে নতুন নতুন উদ্ভাবনার পথ উন্মোচন করে। তাই গণিতে ভীতি নয়, বরং গণিতকে বোঝার জন্য, সহজবোধ্যভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে, চর্চা বাড়াতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত