বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার বন্দরবাজারের ব্যবসায়-বাণিজ্যের খ্যাতি একসময় ছিল দেশজুড়ে। এখানকার বালাম চালের ঐতিহ্য কিছুটা জৌলুশ হারালেও এখানকার সব ধরনের মিষ্টি আজও এ অঞ্চলের মানুষের রসনা তৃপ্ত করে আসছে। বন্দর বাজারের মিষ্টিপট্টির ঐতিহ্যবাহী এক দোকান ‘শ্যামলাল মিষ্টান্ন ভান্ডার’।
বন্দর বাজারের এক সময়ের বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী প্রয়াত শ্যামলাল মজুমদার পাকিস্তান আমল থেকেই মিষ্টির ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর দোকান পরে নদীগর্ভে বিলীন হয়ে যায়। শ্যামলাল মজুমদারের মৃত্যুর পর তাঁর ছেলে লক্ষ্মণ মজুমদার বাবার নামে ৩০ বছর ধরে মিষ্টির ব্যবসা চালিয়ে আসছেন। এ দোকানের সুস্বাদু ছানা, মিষ্টি, সন্দেশ ও দধি স্বাদে, গুণে ও মানে বানারীপাড়াসহ আশপাশের এলাকায় বিখ্যাত। এ ছাড়াও রয়েছে রসমালাই, আমিত্তী, জিলাপি, নকুল ও বাতাসা।
জানা যায়, এখানে মিষ্টি পাইকারি ও খুচরা দুভাবেই বিক্রি হয়। শুক্রবার জুমার দিনসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ঈদ, পূজা ও পার্বণে সবাই মিষ্টান্ন কিনতে বেশি ভিড় করেন দোকানে।
জানা যায়, এ দোকানে ছানা কেজি প্রতি ৫০০ টাকা, রসগোল্লার মধ্যে কালোজাম প্রতিটি ১০-২০ টাকা দরে বক্রি হচ্ছে, ছানার চমচম প্রতি কেজি ১৮০ টাকা, রসমালাই ছোট-বড় প্রতি কেজি ৩০০ টাকা, মিষ্টি দই প্রতি কেজি ১৮০, টক দই প্রতি কেজি ১৫০ টাকা, আমিত্তী প্রতি কেজি ১৫০ টাকা, জিলাপি প্রতি কেজি ১২০ টাকা, নকুল প্রতি কেজি ১৫০ টাকা ও বাতাসা প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শ্যামলাল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী লক্ষ্মণ মজুমদার বলেন, আমরা দক্ষ কারিগর দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন মিষ্টি পণ্য তৈরি করে থাকি। এখানে ভেজালমুক্ত মিষ্টান্ন পাওয়া যায়। দামেও অনেকটা সাশ্রয়ী। বানারীপাড়া ও এর আশপাশের উপজেলায় আমরা বড় বড় অনুষ্ঠানের মিষ্টি সরবরাহ করি।’
মিষ্টি ক্রেতা প্রভাষক মামুন আহমেদের সঙ্গে কথা হলে বলেন, ‘শ্যামলাল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খুবই সুস্বাদু। আমরা পরিবারের সবাই এখান থেকে মিষ্টি কিনি।’
বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, বানারীপাড়া শ্যামলাল ভান্ডারের মিষ্টির দোকান এখানকার ঐতিহ্যবাহী দোকান। এখানের মিষ্টি সুস্বাদু ও অতুলনীয়। আমাদের পরিবারের যে কোনো অনুষ্ঠানে এখান থেকে মিষ্টি সংগ্রহ করা হয়।’
বরিশালের বানারীপাড়া উপজেলার বন্দরবাজারের ব্যবসায়-বাণিজ্যের খ্যাতি একসময় ছিল দেশজুড়ে। এখানকার বালাম চালের ঐতিহ্য কিছুটা জৌলুশ হারালেও এখানকার সব ধরনের মিষ্টি আজও এ অঞ্চলের মানুষের রসনা তৃপ্ত করে আসছে। বন্দর বাজারের মিষ্টিপট্টির ঐতিহ্যবাহী এক দোকান ‘শ্যামলাল মিষ্টান্ন ভান্ডার’।
বন্দর বাজারের এক সময়ের বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী প্রয়াত শ্যামলাল মজুমদার পাকিস্তান আমল থেকেই মিষ্টির ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর দোকান পরে নদীগর্ভে বিলীন হয়ে যায়। শ্যামলাল মজুমদারের মৃত্যুর পর তাঁর ছেলে লক্ষ্মণ মজুমদার বাবার নামে ৩০ বছর ধরে মিষ্টির ব্যবসা চালিয়ে আসছেন। এ দোকানের সুস্বাদু ছানা, মিষ্টি, সন্দেশ ও দধি স্বাদে, গুণে ও মানে বানারীপাড়াসহ আশপাশের এলাকায় বিখ্যাত। এ ছাড়াও রয়েছে রসমালাই, আমিত্তী, জিলাপি, নকুল ও বাতাসা।
জানা যায়, এখানে মিষ্টি পাইকারি ও খুচরা দুভাবেই বিক্রি হয়। শুক্রবার জুমার দিনসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ঈদ, পূজা ও পার্বণে সবাই মিষ্টান্ন কিনতে বেশি ভিড় করেন দোকানে।
জানা যায়, এ দোকানে ছানা কেজি প্রতি ৫০০ টাকা, রসগোল্লার মধ্যে কালোজাম প্রতিটি ১০-২০ টাকা দরে বক্রি হচ্ছে, ছানার চমচম প্রতি কেজি ১৮০ টাকা, রসমালাই ছোট-বড় প্রতি কেজি ৩০০ টাকা, মিষ্টি দই প্রতি কেজি ১৮০, টক দই প্রতি কেজি ১৫০ টাকা, আমিত্তী প্রতি কেজি ১৫০ টাকা, জিলাপি প্রতি কেজি ১২০ টাকা, নকুল প্রতি কেজি ১৫০ টাকা ও বাতাসা প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শ্যামলাল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী লক্ষ্মণ মজুমদার বলেন, আমরা দক্ষ কারিগর দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন মিষ্টি পণ্য তৈরি করে থাকি। এখানে ভেজালমুক্ত মিষ্টান্ন পাওয়া যায়। দামেও অনেকটা সাশ্রয়ী। বানারীপাড়া ও এর আশপাশের উপজেলায় আমরা বড় বড় অনুষ্ঠানের মিষ্টি সরবরাহ করি।’
মিষ্টি ক্রেতা প্রভাষক মামুন আহমেদের সঙ্গে কথা হলে বলেন, ‘শ্যামলাল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খুবই সুস্বাদু। আমরা পরিবারের সবাই এখান থেকে মিষ্টি কিনি।’
বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, বানারীপাড়া শ্যামলাল ভান্ডারের মিষ্টির দোকান এখানকার ঐতিহ্যবাহী দোকান। এখানের মিষ্টি সুস্বাদু ও অতুলনীয়। আমাদের পরিবারের যে কোনো অনুষ্ঠানে এখান থেকে মিষ্টি সংগ্রহ করা হয়।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে