Ajker Patrika

বারহাট্টায় বাড়ছে গরু চুরি, আতঙ্কে কৃষকেরা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
বারহাট্টায় বাড়ছে গরু চুরি, আতঙ্কে কৃষকেরা

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ছে গরু চুরি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা । অনেকে রাতে গোয়ালঘর পাহারাসহ চোরদের ভয়ে গরুকে তালা দিয়ে আটকে রাখছেন। এ অবস্থায় গরু চোরদের ধরতে পুলিশি তৎপরতার পাশাপাশি গ্রাম পুলিশদেরও নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে পুলিশ প্রশাসন বলছে, বিষয়টি আমরা দেখছি।

জানা গেছে, বোরো মৌসুমের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরদের উপদ্রব বেড়ে গেছে। কয়েক দিনে উপজেলার বারহাট্টা সদর ইউনিয়ন থেকেই অন্তত পাঁচটি গরু চুরি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে যশমাধব গ্রামের কৃষক মোতাহার মিয়ার একটি ষাঁড় ও ইয়াকুব মিয়ার একটি গাভী চুরি যায়। এ অবস্থায় এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে অনেকে গোয়ালঘর পাহারা দেওয়াসহ গরুকে তালা দিয়ে আটকেও নির্ঘুম রাত কাটাচ্ছেন।

যশমাধব গ্রামের কৃষক ইয়াকুব মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে আমার গাভিটি চুরি হয়ে গেছে। এটি মাত্র এক সপ্তাহ আগে একটি বাচ্চা দিয়েছে। চোরেরা বাছুরটি না নিয়ে শুধু গাভিটি নিয়ে গেছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এলাকা পুলিশি পাহারা জোরদারের দাবি জানান।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের থানায় অভিযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত