Ajker Patrika

যৌতুকের জন্য খুন করা হয় রাজনাকে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০০
যৌতুকের জন্য খুন করা হয় রাজনাকে

হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূ রাজনা বেগম হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। র‍্যাব-৯ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূর স্বামী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। যৌতুকের টাকার জন্য তাঁকে হত্যা করেন বলে জানান।

গ্রেপ্তাররা হলেন নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের বাসিন্দা ও রাজনার স্বামী জাকারিয়া মিয়া (২৫), সফিক মিয়া চৌধুরী (৫৬) ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুম (২১)।

গত বুধবার ওই গৃহবধূর ভাই সুফি মিয়া বাদী হয়ে জাকারিয়া আহমদকে প্রধান আসামি করে পাঁচজনের নামে থানায় হত্যা মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের এক বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। রাজনা বেগম ওই ইউনিয়নের বড় আলীপুর গ্রামের জাকারিয়া মিয়ার স্ত্রী ও পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আ. রহিমের মেয়ে।

প্রায় ৬ মাস আগে জাকারিয়া মিয়ার সঙ্গে রাজনা বেগমের বিয়ে হয়। গত ১০ থেকে ১২ দিন আগে ওই দম্পতি রসুলগঞ্জ বাজারের সফিক মিয়ার মালিকানাধীন একটি ভাড়া বাসায় ওঠেন। সোমবার বিকেলে গৃহবধূর মা তাঁকে দেখতে ভাড়া বাসায় যান। এ সময় ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়া না পায় না।

এ সময় দরজার ফাঁকে উঁকি দিয়ে মেয়ের রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী নিখোঁজ ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত