Ajker Patrika

এসএসসি পরীক্ষার্থীদের ফেল করানোর অভিযোগ

শেখ কামাল, কেন্দুয়া (নেত্রকোনা)
এসএসসি পরীক্ষার্থীদের ফেল করানোর অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়ায় কোচিং না করায় ‘নির্মাণ’ নামে একটি কোচিং সেন্টারের পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফেল করানোর অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আগামী পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে কোচিং না করলে তাদেরও ফেল করানো হবে বলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক এবং গত পরীক্ষায় ফেল করা কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম এ ধরনের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দল্পা ইউনিয়নের ভাদেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম জুয়েল স্থানীয় বেখৈরহাটিবাজারে বেশ কয়েক বছর আগে ‘নির্মাণ’ নামের একটি কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। আর এটির পরিচালনায় একই ইউনিয়নের হোসেননগর গ্রামের কুতুবউদ্দিনের ছেলে সোহেল রানাসহ কয়েকজন। কোচিং-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অন্যান্য বছরের মতো আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ওই কোচিং সেন্টারে ভর্তি হতে বাধ্য করতে হুমকি-ধমকির অভিযোগ উঠেছে।

 এ ছাড়া তাদের ‍বিরুদ্ধে এর আগে কোচিং না করায় কেন্দ্র-সংশ্লিষ্ট একজন শিক্ষকের যোগসাজশে পরীক্ষার ‘উত্তরপত্র’ ও ‘ওএমআরে’ বিভিন্ন সমস্যা তৈরী করে কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে ফেল করানোর মতো গুরুতর অভিযোগও রয়েছে। কয়েকদিন আগে এক এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে তাকে কোচিং সেন্টারে ভর্তি হতে হুমকি-ধমকি ও এবং এর আগে কোচিং না করায় পরস্পরের যোগসাজশে কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষায় ফেল করানো-সংক্রান্ত কথোপকথনের একটি অডিও সম্প্রতি ‘ফেসবুকে’ ভাইরাল হয়েছে।

অভিযোগের বিষয়ে ‘নির্মাণ’ কোচিং সেন্টারটির পরিচালক সোহেল রানার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে প্রতিষ্ঠাতা ও ভাদেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম জুয়েল দাবি করেন, ‘ফাঁস হওয়া অডিওটি এডিট হতে পারে।’  কোচিং সেন্টারটির পরিচালক সোহেল রানার সঙ্গে কথোপকথনের সত্যতা নিশ্চিত করেছেন বেখৈরহাটি এনকে উচ্চবিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত