সমন্বিত ৯ ব্যাংকের ভাইভা প্রস্তুতি ও পরামর্শ

আতিক জাফর
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫০

সমন্বিত ৯ ব্যাংকের ‘অফিসার (জেনারেল)’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ভাইভার জন্য প্রস্তুতি নিয়েছেন। কিন্তু ভাইভা পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতি নিয়ে অনেকেই চিন্তাগ্রস্ত থাকেন। লিখিত পরীক্ষায় মনোনীত হওয়ার পর কীভাবে ভাইভার জন্য প্রস্তুতি নেবেন তা বিস্তারিত তুলে ধরা হলো।

ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে বা লাগতে পারে

  • স্বহস্তে লিখিত আবেদনপত্র (নির্দিষ্ট ফরম্যাটে)
  • ছবি (৪ কপি সত্যায়িত)
  • সব সার্টিফিকেট ও নম্বর ফর্দের সত্যায়িত ও মূল কপি
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
  • স্থায়ী ঠিকানায় চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি
  • লিখিত পরীক্ষার প্রবেশপত্র

যেসব বিষয়ে বিস্তারিত জানতে হবে
ভাইভা বোর্ডের মুখোমুখি হতে হলে অবশ্যই নিচের বিষয়গুলো আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং ভাইভাকে কার্যকর করে তুলবে। 

নিজের সম্পর্কে
অবশ্যই নিজের পরিচিতটা ভালোভাবে গুছিয়ে কয়েকবার ইংরেজিতে অনুশীলন করবেন। অনেকে এটা আগে থেকে প্রস্তুতি নিয়ে যান না বলে তাৎক্ষণিক উত্তর দিতে গিয়ে কথা জড়িয়ে ফেলেন। নিজের সম্পর্কে বলতে গেলে অবশ্যই নিজের অনার্স-মাস্টার্স কোনো বিশ্ববিদ্যালয়ে ও নিজের জেলা উল্লেখ করবেন। নিজের নামের সঙ্গে মিল আছে এমন বিখ্যাত কারা আছেন, তাঁদের সম্পর্কে সম্যক ধারণা রাখবেন।

নিজের জন্মস্থান, সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তি ও ঘটনা
নিজের জেলা সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। এটি মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরে ছিল, ঐতিহাসিক কোন জায়গা, কোন বীর মুক্তিযোদ্ধা বা বিশিষ্ট নামকরা (বিখ্যাত/অখ্যাত) কেউ আছেন কি না, সরকারের গুরুত্বপূর্ণ পদে কেউ আসীন কি না, কোনো মেগা প্রজেক্ট আপনার জেলায় চলমান কি না এবং আপনার জেলা কিসের জন্য বিখ্যাত—সংশ্লিষ্ট বিষয়।

অনার্স-মাস্টার্সে পঠিত বিষয় এবং জব-সম্পর্কিত
আপনার অনার্সে পঠিত বিষয়ের বেসিক ধারণা রাখতে হবে। অনার্সে কী কী বিষয় পড়ানো হয়েছিল, সেগুলোর মধ্য থেকে কিছু বিষয়ের নাম মনে রাখবেন। এমন বিষয়গুলোর নাম ফোকাসে আনবেন, যেগুলো থেকে প্রশ্ন করলে আপনার উত্তর করা সহজ হবে। এ ছাড়া আপনার অনার্সে পঠিত বিষয় কীভাবে ব্যাংকের সঙ্গে সম্পর্কিত, তার একটা যৌক্তিক ব্যাখ্যা রাখবেন। 

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
আমাদের অস্তিত্বের বিষয় মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সংশ্লিষ্ট বিষয় ১৯৪৭-১৯৭১ সালের বিস্তারিত, সেক্টর কমান্ডার, বীরশ্রেষ্ঠদের নাম ও পরিচয় এবং জাতির জনক সম্পর্কে বিস্তারিত ধারণা।

ব্যাংকিং টার্মস ও চয়েস
ব্যাংকিং বিভিন্ন টার্মস (NPL, BEFTN, RTGS, ATM, Classified loan) সম্পর্কে ধারণা, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বিদেশি ব্যাংকগুলোর নাম, ব্যাংকিং আইন সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সঙ্গে অবশ্যই আপনার চয়েসের প্রথম তিনটি ব্যাংকের এমডি স্যারের নাম, শাখার সংখ্যা, সর্বশেষ শাখা, স্লোগান, বিশেষত্ব সম্পর্কে ধারণা নিয়ে যাবেন।

জব এক্সপেরিয়েন্স
আগে কোথাও চাকরি করলে বা চাকরিতে থাকলে সেই চাকরির বিস্তারিত, সেই প্রতিষ্ঠানের বিস্তারিত জেনে যাবেন। কেন জব সুইচ করতে চান, তার সুন্দর ব্যাখ্যা প্রস্তুত রাখবেন।

সাম্প্রতিক ঘটনাবলি
সাম্প্রতিক বিভিন্ন আলোচিত ইস্যু যেমন ডলার-সংকট, বৈশ্বিক মন্দা, ব্যাংকিং সেক্টরের ঋণখেলাপি, অর্থ পাচার, রাশিয়া-ইউক্রেন ইস্যু, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, মেগা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জেনে রাখবেন। সাম্প্রতিক ২-৩ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। আর যেদিন ভাইভা, সেদিনের পত্রিকার হেড লাইনগুলোয় চোখ বুলিয়ে নেবেন। ভাইভার দিনের বাংলা তারিখ ও সাল জেনে যাবেন। এই মাসের আলোচিত ঘটনা সম্পর্কে ধারণা থাকতে হবে। 

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

  • আপনার ভয়েস পরিষ্কার এবং মডারেট সাউন্ড হতে হবে। অতি উচ্চ বা মৃদুস্বরে কথা বলবেন না।
  • আত্মবিশ্বাসী হতে হবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সুন্দর করে ‘এ মুহূর্তে জানা নেই স্যার বা জানি না স্যার’ বলতে হবে। তর্ক করা যাবে না। মনে রাখবেন, ভাইভা বোর্ডে কটি প্রশ্নের উত্তর করতে পারছেন, সেটা দেখা হয় না, মূলত কীভাবে ভাইভা সেশনটা হ্যান্ডেল করছেন, সেটা দেখা হয়।
  • ঢুকেই সালাম বা নমস্কার দিতে হবে। বোর্ডে মেম্বার বেশি থাকলে প্রয়োজনে আরও একবার সালাম বা নমস্কার দিয়ে সবার সঙ্গে আই কন্টাক্ট করবেন। স্যাররা বসতে না বলা পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। বসতে বলতে ১ মিনিটের বেশি সময় চলে গেলে অনুমতি নিয়ে বসতে চাইবেন। আপনি মাস্ক পরা থাকলে স্যাররা মাস্ক খুলতে বললে খুলবেন। তবে এর আগে নয়।
  • ভাইভা শেষে হাসিমুখে সালাম দিয়ে বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে দরজার দিকে ঘুরে না গিয়ে একটু নিচু হয়ে পেছনে সরে এসে ঘুরবেন। এতে বদান্যতা প্রকাশ পায়।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত