নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রচার শেষ হয়েছে গতকাল শুক্রবার রাতে। শেষ সময়ের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত প্রার্থী ও তাঁদের কর্মীরা। একটিমাত্র রাত পোহানোর অপেক্ষা। আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের কর্মী-সমর্থক, সাধারণ মানুষসহ সবার নজর এখন ভোটের দিকে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮টি দল অংশ নিচ্ছে এই নির্বাচনে। তবে এই নির্বাচন আসেনি আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং এর সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। এতে নির্বাচন নিয়ে শুরু থেকে দেশি-বিদেশি বিভিন্ন সমালোচনা এখনো চলছে। নির্বাচনকে ‘একতরফা’ ও ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালেরও ডাক দিয়েছে বিএনপি। অর্থাৎ এই হরতালের মধ্যেই কাল চলবে ভোট গ্রহণ।
অবশ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে ইসি। এদিকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমালোচনার জবাব দিতে চান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোট গ্রহণ করা হবে। একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার ভোটকেন্দ্র প্রায় ৪০ হাজার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১ হাজার ৯৭০ জন। তাঁদের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। ইসির তথ্যমতে, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ২৮৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।
ভোটের দিন চার স্তরের নিরাপত্তা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, নির্বাচন উপলক্ষে সারা দেশে সাড়ে সাত লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে পুলিশ ও র্যাবের সদস্য ১ লাখ ৮২ হাজার, বিজিবির ৪৬ হাজার ৮৭৬, কোস্ট গার্ডের ২ হাজার ৩৫৫ জন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ১৭ হাজার সদস্য রয়েছেন। আছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।
সূত্রগুলো বলছে, পুলিশের পক্ষ থেকে ভোটের দিন ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিভাগীয় শহরসহ জেলা শহরগুলোর মূল সড়কে তল্লাশি ও টহল জোরদারের পরিকল্পনা রয়েছে।
দেশের ১২৪টি পর্যবেক্ষণ সংস্থার অন্তত ২০ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। পাশাপাশি ১২৭ জন বিদেশি পর্যবেক্ষকও থাকবেন। একই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহে মাঠে থাকবেন ৭৩ বিদেশি সাংবাদিক।
ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শুক্র-শনি সাপ্তাহিক ছুটির সঙ্গে এই ছুটি যোগ হয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। এই ছুটিতে অনেকে কর্মস্থল ছেড়ে বাড়ি গেছেন। এ জন্য দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চে গত বৃহস্পতিবার থেকে ছিল যাত্রীর চাপ। তাঁরা অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলেছেন। কেউ কেউ বলেছেন, পরিবেশ ভালো থাকলে ভোট দেবেন। আবার কারও কারও ভোট দেওয়া নয়, পরিবারের সঙ্গে সময় কাটানোই মূল উদ্দেশ্য।
যান চলাচলে বিধিনিষেধ
নির্বাচন ঘিরে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল এবং আজ মধ্যরাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা এবং এ ধরনের কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এ ছাড়া আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শনপূর্বক) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন চলাচলেও ছাড় দেওয়া হবে।
ভোটার টানার চেষ্টায় আ.লীগ
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপিবিহীন নির্বাচনে ভোটারদের রোববার কেন্দ্রে নেওয়া বড় চ্যালেঞ্জ। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য ভোটার উপস্থিতির বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগও। তাই শেষ সময়েও ভোটার কেন্দ্রে নেওয়ার চেষ্টা চালাচ্ছে দলটি। ভোটকেন্দ্রে ৪৫-৫০ শতাংশ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে নানা কৌশল নিয়েছে আওয়ামী লীগ।
গতকাল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ভোটারদের সঙ্গে যোগাযোগ করা এবং তাঁদের কেন্দ্রে আনার কাজটা আমাদের নেতা-কর্মীরা করবে। এ জন্য টিম করা হয়েছে। বেশির ভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসবেন। কেউ ভোট দিতে আসতে একটু দেরি করতে পারেন, তাঁদের উৎসাহিত করার জন্য আমাদের টিম কাজ করবে।’
দলটির কয়েকজন নেতা বলেন, লড়াইয়ে দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচন যেমন জমেছে, তেমনি কেন্দ্রে ভোটারও আসবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় সিদ্ধান্তের কারণে আমাদের দলের কেউ কেউ বিভিন্ন প্রতীকে নির্বাচন করছেন। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার হওয়ার সম্ভাবনা বা আভাস আমরা দেখতে পাচ্ছি। এতে এক অর্থে আমরা সফল হয়েছি বলেও বলা যেতে পারে।’
ভোট বর্জনের আহ্বানে গতকাল সকালে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এতে আবদুল মঈন খান বলেন, ‘সরকার ভাবছে, ৭ জানুয়ারি তাদের জয়লাভের দিন। আমি বলব, ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের পরাজয়ের দিন।’
প্রচার শেষ হয়েছে গতকাল শুক্রবার রাতে। শেষ সময়ের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত প্রার্থী ও তাঁদের কর্মীরা। একটিমাত্র রাত পোহানোর অপেক্ষা। আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের কর্মী-সমর্থক, সাধারণ মানুষসহ সবার নজর এখন ভোটের দিকে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮টি দল অংশ নিচ্ছে এই নির্বাচনে। তবে এই নির্বাচন আসেনি আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং এর সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। এতে নির্বাচন নিয়ে শুরু থেকে দেশি-বিদেশি বিভিন্ন সমালোচনা এখনো চলছে। নির্বাচনকে ‘একতরফা’ ও ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালেরও ডাক দিয়েছে বিএনপি। অর্থাৎ এই হরতালের মধ্যেই কাল চলবে ভোট গ্রহণ।
অবশ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে ইসি। এদিকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমালোচনার জবাব দিতে চান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোট গ্রহণ করা হবে। একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার ভোটকেন্দ্র প্রায় ৪০ হাজার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১ হাজার ৯৭০ জন। তাঁদের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। ইসির তথ্যমতে, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ২৮৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।
ভোটের দিন চার স্তরের নিরাপত্তা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, নির্বাচন উপলক্ষে সারা দেশে সাড়ে সাত লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে পুলিশ ও র্যাবের সদস্য ১ লাখ ৮২ হাজার, বিজিবির ৪৬ হাজার ৮৭৬, কোস্ট গার্ডের ২ হাজার ৩৫৫ জন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ১৭ হাজার সদস্য রয়েছেন। আছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।
সূত্রগুলো বলছে, পুলিশের পক্ষ থেকে ভোটের দিন ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিভাগীয় শহরসহ জেলা শহরগুলোর মূল সড়কে তল্লাশি ও টহল জোরদারের পরিকল্পনা রয়েছে।
দেশের ১২৪টি পর্যবেক্ষণ সংস্থার অন্তত ২০ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। পাশাপাশি ১২৭ জন বিদেশি পর্যবেক্ষকও থাকবেন। একই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহে মাঠে থাকবেন ৭৩ বিদেশি সাংবাদিক।
ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শুক্র-শনি সাপ্তাহিক ছুটির সঙ্গে এই ছুটি যোগ হয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। এই ছুটিতে অনেকে কর্মস্থল ছেড়ে বাড়ি গেছেন। এ জন্য দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চে গত বৃহস্পতিবার থেকে ছিল যাত্রীর চাপ। তাঁরা অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলেছেন। কেউ কেউ বলেছেন, পরিবেশ ভালো থাকলে ভোট দেবেন। আবার কারও কারও ভোট দেওয়া নয়, পরিবারের সঙ্গে সময় কাটানোই মূল উদ্দেশ্য।
যান চলাচলে বিধিনিষেধ
নির্বাচন ঘিরে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল এবং আজ মধ্যরাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা এবং এ ধরনের কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এ ছাড়া আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শনপূর্বক) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন চলাচলেও ছাড় দেওয়া হবে।
ভোটার টানার চেষ্টায় আ.লীগ
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপিবিহীন নির্বাচনে ভোটারদের রোববার কেন্দ্রে নেওয়া বড় চ্যালেঞ্জ। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য ভোটার উপস্থিতির বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগও। তাই শেষ সময়েও ভোটার কেন্দ্রে নেওয়ার চেষ্টা চালাচ্ছে দলটি। ভোটকেন্দ্রে ৪৫-৫০ শতাংশ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে নানা কৌশল নিয়েছে আওয়ামী লীগ।
গতকাল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ভোটারদের সঙ্গে যোগাযোগ করা এবং তাঁদের কেন্দ্রে আনার কাজটা আমাদের নেতা-কর্মীরা করবে। এ জন্য টিম করা হয়েছে। বেশির ভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসবেন। কেউ ভোট দিতে আসতে একটু দেরি করতে পারেন, তাঁদের উৎসাহিত করার জন্য আমাদের টিম কাজ করবে।’
দলটির কয়েকজন নেতা বলেন, লড়াইয়ে দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচন যেমন জমেছে, তেমনি কেন্দ্রে ভোটারও আসবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় সিদ্ধান্তের কারণে আমাদের দলের কেউ কেউ বিভিন্ন প্রতীকে নির্বাচন করছেন। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার হওয়ার সম্ভাবনা বা আভাস আমরা দেখতে পাচ্ছি। এতে এক অর্থে আমরা সফল হয়েছি বলেও বলা যেতে পারে।’
ভোট বর্জনের আহ্বানে গতকাল সকালে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এতে আবদুল মঈন খান বলেন, ‘সরকার ভাবছে, ৭ জানুয়ারি তাদের জয়লাভের দিন। আমি বলব, ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের পরাজয়ের দিন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে