Ajker Patrika

তিস্তা নদীগর্ভে বিলীন ডিমলার শতাধিক গ্রাম

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২২, ১১: ১৭
তিস্তা নদীগর্ভে বিলীন ডিমলার শতাধিক গ্রাম

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ছয় ইউনিয়নের গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমিসহ কোটি কোটি টাকার সরকারি-বেসরকারি স্থাপনা। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপা খড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশা ও ঝুনাগাছ চাপানীর ইউনিয়নের প্রায় ১০টি গ্রামসহ নদী রক্ষা বেড়িবাঁধ ও স্পার বাঁধের একাংশ।

খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন আজকের পত্রিকাকে বলেন, বছর দশেক আগেও কিসামত গ্রামে সহস্রাধিক পরিবার বসবাস করত। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান, গুচ্ছগ্রাম, মুজিবকেল্লা, রাস্তাঘাট, বাগানসহ ফসলি জমি সবই ছিল। কয়েক বছরে তিস্তার ভাঙনে বাস্তুহারা হয়েছে শতাধিক পরিবার। নিঃস্ব হয়েছে অনেকে।

জানা গেছে, বহু বছর আগে তিস্তার ধারঘেঁষে গড়ে ওঠে বিশালায়তনের কিসামত গ্রাম। যার সিংহ ভাগ চাষ করে নদীপাড়ের মানুষ। প্রায় ৫০ বছর ধরে ওই এলাকার লোকজন এই চরের জমিতে বাদাম, ভুট্টা, সরিষা, পাট ও ধান আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিল।

উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চর কিসামত গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, এ জমি আমার শেষ সম্বল। এর ধান দিয়েই সারা বছরের খাবার জোটে। ধারদেনা করে আমন ধানও লাগিয়েছিলাম। এখন এ জমির বেশির ভাগ নদীতে ভেঙে গেছে।

ভাঙনের শিকার জমির মালিকেরা জানান, প্রতিবছর তিস্তার ভাঙনে ফসলি জমিসহ বসতভিটা নদীগর্ভে চলে যাচ্ছে। গ্রামটির প্রায় ১০ কিলোমিটার এলাকা বর্তমানে বিলীন হয়ে গেছে। ভূমিহীন ও গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। ভাঙনের কারণে পাল্টে যাচ্ছে কিসামত চর গ্রামের মানচিত্র। এত কিছুর পরও নদীভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে সামান্য বন্যা হলেই ভাঙন বাড়ছে বলে অনেকের ধারণা।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও—সংগ্রাম পরিষদের নেতা সোহেল হোসান বলেন, ভাঙনের শিকার হয়ে নয়, নদী থেকে বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে তলদেশ উঁচু-নিচু হয়ে নদী গতিপথ হারিয়ে ফেলছে। এ অবস্থায় ড্রেজিং করে নদী শাসন না করলে ভাঙন থামানো যাবে না।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, ভাঙনরোধে বাঁধ সংস্কার, নদী ও পরিত্যক্ত সেচনালা খননের মহাপরিকল্পনা বাস্তবায়নে পর্যবেক্ষণ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত