২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন আইয়ুব বাচ্চু। তাঁকে হারানোর শোক এখনো বয়ে বেড়ান পরিচিতজন ও ভক্তরা। মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেলও তাঁদের একজন। সেই স্কুলজীবন থেকে বাচ্চুকে চেনেন তিনি। একসঙ্গে অনেক স্মৃতি তাঁদের। সম্প্রতি আইয়ুব বাচ্চুর প্রয়াণদিবসের আয়োজনে এসেছিলেন নোবেল, জানিয়েছেন গিটার জাদুকরের সঙ্গে তাঁর কিছু স্মৃতি।
বাচ্চু ভাইকে আমি একটু অন্যভাবে চিনি। আমি যখন হাইস্কুলে পড়ি, বাচ্চু ভাই তখন চট্টগ্রামে, স্পাইডার ব্যান্ডে বাজাতেন। ওই সময় তাঁরা বিদেশি গান বাজাতেন। তখন থেকে আমি চমকে যেতাম তাঁর পারফরম্যান্স দেখে। একবার একটা ফ্যামিলি প্রোগ্রামে বাজাচ্ছিলেন তিনি, আমরা লাফাচ্ছিলাম তাঁর গান শুনে। শেষ হতেই দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলাম। তিনিও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলেন, অ্যাজ ইফ আমি তাঁর খুব পরিচিত। আসলে ওই দিনই তিনি আমাকে ফার্স্ট টাইম দেখেছেন। আমি লেট এইটটিজের কথা বলছি।
এরপর অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। একদিন রিকশায় করে যাচ্ছি, হঠাৎ মিউজিক শুনতে পেলাম। আমি রিকশা থেকে নেমে গেলাম। একটা বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। সেখানে একটা প্র্যাকটিস প্যাড। ঢুকেই দেখি, বাচ্চু ভাই বাজাচ্ছেন। তখন তিনি সোলসে। আমাকে দেখলেন, চিনলেন, ‘এই আয় আয়’ বলে ডেকে নিলেন। সেদিনও তাঁর বাজানো দেখে পাগল হয়ে গেলাম!
আমার কাছে আইয়ুব বাচ্চু তখন থেকেই তারকা। যখন ঢাকায় আসি, বাসা ছিল মগবাজার। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি, বাচ্চু ভাই একটা বাড়ির গেট খুলে বের হচ্ছেন। সেই ব্ল্যাক টি-শার্ট, ক্যাপ পরা। ‘বাচ্চু ভাই’ বলে চিৎকার করে ডাকলাম। ‘তুই এখানে কী করিস?’ জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমার বাসা এখানে। তিনি বললেন, ‘এটা আমার বাসা’। আমি তো খুশিতে আত্মহারা। এখন থেকে তাঁর বাসায় আসা যাবে। আমার মডেলিংও শুরু হলো। সেদিন বাচ্চু ভাই বললেন, ‘তুই দেখি এখন আবার টেলিভিশনেও চলে আসছিস। সেই চিটাগংয়ে তোকে পেলাম!’ আমার প্রথম অ্যাডটা টিভিতে আসেনি, দ্বিতীয় অ্যাডের গানটা তিনি গেয়েছিলেন। আমার জন্য এটা বিশাল ভাগ্যের ব্যাপার ছিল।
তখনই আমার মনে হতো, হি ইজ আ ইন্টারন্যাশনাল আর্টিস্ট। পরে কোনো একটা অনুষ্ঠানে আমি তাঁকে বলেছিলাম, কখনো কখনো আপনাকে মনে হয় ডেভিড গিলমোর, কখনো স্ল্যাশ। অনেক পরে এলআরবির ফার্স্ট বা সেকেন্ড কনসার্টটাতে গেলাম, শিল্পকলা একাডেমিতে ছিল। পেপার পেপার গানটা যখন বাজাল, ওখানে হামিন ভাই, মানাম ভাই ছিলেন—সবাই স্টেজে উঠে তাঁকে জড়িয়ে ধরলেন।
বাচ্চু ভাই যা করে দিয়ে গেছেন, এটা অনেকে পারবে না। নতুন যেকোনো ব্যান্ড—সেটা হেভি মেটাল হোক বা থ্র্যাশ; সবাই কিন্তু বাচ্চু ভাইয়ের গান বাজায়। এই মানুষটা এতটাই ভার্সাটাইল!
২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন আইয়ুব বাচ্চু। তাঁকে হারানোর শোক এখনো বয়ে বেড়ান পরিচিতজন ও ভক্তরা। মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেলও তাঁদের একজন। সেই স্কুলজীবন থেকে বাচ্চুকে চেনেন তিনি। একসঙ্গে অনেক স্মৃতি তাঁদের। সম্প্রতি আইয়ুব বাচ্চুর প্রয়াণদিবসের আয়োজনে এসেছিলেন নোবেল, জানিয়েছেন গিটার জাদুকরের সঙ্গে তাঁর কিছু স্মৃতি।
বাচ্চু ভাইকে আমি একটু অন্যভাবে চিনি। আমি যখন হাইস্কুলে পড়ি, বাচ্চু ভাই তখন চট্টগ্রামে, স্পাইডার ব্যান্ডে বাজাতেন। ওই সময় তাঁরা বিদেশি গান বাজাতেন। তখন থেকে আমি চমকে যেতাম তাঁর পারফরম্যান্স দেখে। একবার একটা ফ্যামিলি প্রোগ্রামে বাজাচ্ছিলেন তিনি, আমরা লাফাচ্ছিলাম তাঁর গান শুনে। শেষ হতেই দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলাম। তিনিও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলেন, অ্যাজ ইফ আমি তাঁর খুব পরিচিত। আসলে ওই দিনই তিনি আমাকে ফার্স্ট টাইম দেখেছেন। আমি লেট এইটটিজের কথা বলছি।
এরপর অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। একদিন রিকশায় করে যাচ্ছি, হঠাৎ মিউজিক শুনতে পেলাম। আমি রিকশা থেকে নেমে গেলাম। একটা বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। সেখানে একটা প্র্যাকটিস প্যাড। ঢুকেই দেখি, বাচ্চু ভাই বাজাচ্ছেন। তখন তিনি সোলসে। আমাকে দেখলেন, চিনলেন, ‘এই আয় আয়’ বলে ডেকে নিলেন। সেদিনও তাঁর বাজানো দেখে পাগল হয়ে গেলাম!
আমার কাছে আইয়ুব বাচ্চু তখন থেকেই তারকা। যখন ঢাকায় আসি, বাসা ছিল মগবাজার। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি, বাচ্চু ভাই একটা বাড়ির গেট খুলে বের হচ্ছেন। সেই ব্ল্যাক টি-শার্ট, ক্যাপ পরা। ‘বাচ্চু ভাই’ বলে চিৎকার করে ডাকলাম। ‘তুই এখানে কী করিস?’ জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমার বাসা এখানে। তিনি বললেন, ‘এটা আমার বাসা’। আমি তো খুশিতে আত্মহারা। এখন থেকে তাঁর বাসায় আসা যাবে। আমার মডেলিংও শুরু হলো। সেদিন বাচ্চু ভাই বললেন, ‘তুই দেখি এখন আবার টেলিভিশনেও চলে আসছিস। সেই চিটাগংয়ে তোকে পেলাম!’ আমার প্রথম অ্যাডটা টিভিতে আসেনি, দ্বিতীয় অ্যাডের গানটা তিনি গেয়েছিলেন। আমার জন্য এটা বিশাল ভাগ্যের ব্যাপার ছিল।
তখনই আমার মনে হতো, হি ইজ আ ইন্টারন্যাশনাল আর্টিস্ট। পরে কোনো একটা অনুষ্ঠানে আমি তাঁকে বলেছিলাম, কখনো কখনো আপনাকে মনে হয় ডেভিড গিলমোর, কখনো স্ল্যাশ। অনেক পরে এলআরবির ফার্স্ট বা সেকেন্ড কনসার্টটাতে গেলাম, শিল্পকলা একাডেমিতে ছিল। পেপার পেপার গানটা যখন বাজাল, ওখানে হামিন ভাই, মানাম ভাই ছিলেন—সবাই স্টেজে উঠে তাঁকে জড়িয়ে ধরলেন।
বাচ্চু ভাই যা করে দিয়ে গেছেন, এটা অনেকে পারবে না। নতুন যেকোনো ব্যান্ড—সেটা হেভি মেটাল হোক বা থ্র্যাশ; সবাই কিন্তু বাচ্চু ভাইয়ের গান বাজায়। এই মানুষটা এতটাই ভার্সাটাইল!
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে