প্রার্থনায় কাটুক পবিত্র শবে বরাত

সম্পাদকীয়
Thumbnail image

পবিত্র শবে বরাত আজ। ১৪ শাবানের দিন শেষে আগত এ রাত ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বজুড়ে মুসলমানরা এ রাত উদ্‌যাপন করে। আমাদের দেশেও বেশ গুরুত্বের সঙ্গে এটি পালিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে দল বেঁধে মসজিদে গমন করে এবং রাতজুড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়। কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে এবং ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আরজি জানায়। রাতের শেষ প্রহরে সাহ্‌রি খেয়ে পরের দিনটি সিয়াম সাধনায় পালন করে অনেকে। ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতের সুবিধার্থে এ রাতের পরদিন সরকারি ছুটি থাকে।

হাদিসের ভাষ্যমতে, এ রাতে মহান আল্লাহ মানুষের প্রতি বিশেষ অনুগ্রহের দৃষ্টি দেন এবং পাপকর্ম ক্ষমা করে তাদের জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই এ রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়। এ রাতে পুরো বছরের ভাগ্য, রিজিক, জন্ম, মৃত্যুসহ মানবজীবনের অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হওয়ার কথা হাদিসে বিবৃত হয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রাতটি বেশ তাৎপর্যপূর্ণ।

এ রাতে অনেকেই ভালো খাবারের আয়োজন করে। হালুয়া-রুটির প্রথাও অনেক স্থানে দেখা যায়। তবে গ্রহণযোগ্য কোনো হাদিসে এ ব্যাপারে কোনো নির্দেশনা বিবৃত হয়নি। তা ছাড়া, এ রাতে অনেককে পটকা ও আতশবাজি পোড়ানো, দল বেঁধে ঘুরে বেড়ানো, লাউডস্পিকারে উচ্চ স্বরে অনুষ্ঠান করাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়াতে দেখা যায়; যা আশপাশে অবস্থান করা বিশ্রামরত মানুষের বিশ্রামে এবং ইবাদতরত ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটায়। তাই এমন কর্মকাণ্ড থেকে সবার বিরত থাকা উচিত।

যে কয়েক শ্রেণির মানুষ এ মহিমান্বিত রাতে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে, হিংসুক তাদের অন্যতম। তাই মানুষের প্রতি হিংসা-বিদ্বেষ একেবারে ঝেড়ে ফেলাই শবে বরাতের প্রধান শিক্ষা। এ ছাড়া অতীতের গুনাহ, অন্যায়, অনাচার, প্রতারণা, অনিয়ম, দুর্নীতিসহ সব ধরনের অপরাধ থেকে একনিষ্ঠ হয়ে তওবা করা এ রাতের সেরা শিক্ষা। ভবিষ্যতে কোনো অপরাধে না জড়ানোর দৃঢ় অঙ্গীকার করা এ রাতের শ্রেষ্ঠ ইবাদত। পাশাপাশি পার্থিব জীবনের সৌভাগ্য-সমৃদ্ধি কামনা এবং পরকালের মুক্তির জন্য আল্লাহর দরবারে আহাজারি করে রাতটি কাটান মুসলমানরা।

অন্যায়, অপরাধ ও গুনাহের কাজে নিজেকে যুক্ত রাখার মানসিকতা লালন করে এক রাতের ইবাদতে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়া এবং পরকালীন সাফল্য লাভের আশা দুরাশা বৈকি—এমনটাই ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন। তাই শবে বরাত হোক হিংসা-বিদ্বেষ থেকে নিজেদের মুক্ত করার রাত; মনকে শুদ্ধ ও পাপমুক্ত রাখার দৃঢ় সংকল্পের রাত; জাতীয় জীবনের সব সমস্যা-সংকট কাটিয়ে সুস্থ-সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার দৃপ্ত অঙ্গীকারের রাত।

সম্প্রীতি, ক্ষমা ও কল্যাণে ভরে উঠুক সবার জীবন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত