এক পরিবারের ৫ জন জখম, জামাই আটক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০৬: ৪৫
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২: ৪৬

সাতক্ষীরার তালায় একই পরিবারের ৫ সদস্যকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খলিষখালী ইউনিয়নের ছোটগাছা গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত জামাই দেবাশীষ ঢালীকে (৩৫) দাসহ আটক করেছে।

দেবাশীষ ঢালী খুলনার ডুমুরিয়া উপজেলার খোরেরআবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য পঙ্কজ রায় জানান, ৮-১০ বছর আগে দেবাশীষ ঢালীর সঙ্গে তালার ছোটগাছা গ্রামের পুষ্প ঢালীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। কয়েক দিন আগে পুষ্পকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দেন দেবাশীষ। শনিবার রাত ১১টার দিকে দেবাশীষ গাছা বাজারে আসেন। রাত ৩টার দিকে শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী পুষ্প ঢালী (২২), শ্বশুর পঞ্চরাম বাছাড় (৫০), শাশুড়ি তপতী বাছাড় (৪২), দাদা শ্বশুর ভোলা নাথ বাছাড় (৭৫) ও বৈদ্যনাথ বাছাড়কে (৪০) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এসে দেবাশীষ ঢালীকে বেঁধে ফেলেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পঞ্চরাম বাছাড়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘এ ঘটনায় দেবাশীষের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দেবাশীষের সন্দেহ ছিল, তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়েছিলেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত