Ajker Patrika

গাংনীতে সহোদর হত্যায় জড়িতদের শাস্তির দাবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩: ২৮
গাংনীতে সহোদর হত্যায় জড়িতদের শাস্তির দাবি

মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে নির্বাচনী সহিংসতায় দুই সহোদরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তাঁরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজমাইন হোসেন টুটুল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহত জাহারুল ইসলামের মেয়ে চম্পা খাতুন, প্রতিবেশী এনামুল হক, কামরুজ্জামান মন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি নির্বাচনের আতিয়ারের বাহিনী যে সহিংসতা চালিয়ে প্রকাশ্যে দিবালোকে খুন করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে আর কেউ কোনো দিন এমন হত্যাকাণ্ডের শিকার না হয়।

বক্তারা বলেন, ‘তাঁরা যদি জামিনে বের হয়ে আসে তাহলে আবারও বড় ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে। তাঁদের মাধ্যমে এলাকা আরও বিশৃঙ্খল হয়ে উঠবে।’

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাংনীর কথুলী ইউপির লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের ৮ নভেম্বর দুই সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহামানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় টুটুল গ্রুপের দুই সহোদর জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে আহত হয় আরও ১৫ জন।

পরে ৯ নভেম্বর নিহত জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলামের ভাই লাল্টু বিশ্বাস বাদী হয়ে আতিয়ার রহমানকে প্রধান আসামি করে মোট ৬৬ জনের বিরুদ্ধে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত