শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় মহাসড়কের যাত্রীছাউনির পাশে সংযোগ সড়কে গড়ে উঠেছে থ্রি-হুইলার স্ট্যান্ড। দিনের বেশির ভাগ সময়ই সংযোগ সড়কের এ স্থানটি আটকে থাকে ব্যাটারিচালিত ইজিবাইক, মাহিন্দ্রা, সিএনজি আর ভ্যানে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করে অন্যান্য যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো যাত্রী নামাতে শিবচরের পাঁচ্চর যাত্রীছাউনিতে থামে। যাত্রীরা এখানে নেমে ছোট যানবাহনে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। ঢাকা থেকে আসা যাত্রীদের ঘিরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কেই গড়ে উঠেছে থ্রি-হুইলার স্ট্যান্ড। সড়কের দুই পাশজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয় থ্রি-হুইলার। সড়কের ওপর থেকে তোলা হচ্ছে যাত্রী। এভাবে যত্রতত্র গাড়ি থামানো ও যাত্রী ওঠানামা করার ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান চালকেরা। তা ছাড়া সড়কের ওপর সারাক্ষণ গাড়ির জটলা থাকায় বিপাকে পড়তে হয় সাধারণ চালকদের।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীদের গাড়িতে তুলতে সারাক্ষণ ভিড় লেগে থাকে থ্রি-হুইলারের। ফলে সড়কের ওপর সৃষ্টি হয় যানবাহনের জটলা। এতে এক লেনের সংযোগ সড়ক দিয়ে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকদের পড়তে হয় বিপাকে। বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনারও শিকার হতে হয় বলে চালকেরা জানান।
পিকআপচালক মো. ইউসুফ বলেন, যাত্রীছাউনির সংযোগ সড়কের ওপরই অসংখ্য ইজিবাইক রাখা হয়। রাস্তার ওপর ইজিবাইকচালকেরা স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন। এতে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের সমস্যা হয়। যানজট লেগে থাকে সারাক্ষণই।
মোটরবাইক আরোহী নাদিম বলেন, ‘পাঁচ্চরের এ স্থানটিকে ইজিবাইকের স্ট্যান্ড বানিয়েছেন চালকেরা। এক্সপ্রেসওয়ের অন্য কোথাও এ রকম দেখি না। সড়কের ওপর এভাবে গাড়ির জটলা থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
ইজিবাইকচালক মো. ফরিদ বলেন, ‘আশপাশে কোনো ইজিবাইক স্ট্যান্ড না থাকায় রাস্তার ওপরই এখন স্ট্যান্ড হয়ে গেছে। আমরা এখানে এলেই ঢাকা থেকে আসা যাত্রী পাই আর এখানে ইজিবাইক না থাকলে যাত্রীদের অনেক দূর হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হতো।’
ইব্রাহিম নামের এক পথচারী বলেন, পাঁচ্চরের এই যাত্রীছাউনিতে ঢাকা থেকে আসা বাস থামে, তারা এখানে যাত্রী নামায়। ফলে রাস্তার ওপরই গাড়ির স্ট্যান্ড গড়ে উঠেছে। সারা দিন গাড়ির জটলা লেগেই থাকে। সংযোগ সড়ক দিয়ে চলাচলরত অন্যান্য যানবাহনের চলাচল এখানে ব্যাহত হয়। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।
পাঁচ্চর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘এসব ইজিবাইক, অটো ভ্যান, সিএনজি, মাহিন্দ্রা যাতে রাস্তায় দাঁড়িয়ে থেকে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাঁচ্চরে নিয়মিত আমাদের ডিউটি থাকে। সড়কে জটলা দেখলেই ব্যবস্থা নেওয়া হয়।’
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় মহাসড়কের যাত্রীছাউনির পাশে সংযোগ সড়কে গড়ে উঠেছে থ্রি-হুইলার স্ট্যান্ড। দিনের বেশির ভাগ সময়ই সংযোগ সড়কের এ স্থানটি আটকে থাকে ব্যাটারিচালিত ইজিবাইক, মাহিন্দ্রা, সিএনজি আর ভ্যানে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করে অন্যান্য যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো যাত্রী নামাতে শিবচরের পাঁচ্চর যাত্রীছাউনিতে থামে। যাত্রীরা এখানে নেমে ছোট যানবাহনে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। ঢাকা থেকে আসা যাত্রীদের ঘিরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কেই গড়ে উঠেছে থ্রি-হুইলার স্ট্যান্ড। সড়কের দুই পাশজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয় থ্রি-হুইলার। সড়কের ওপর থেকে তোলা হচ্ছে যাত্রী। এভাবে যত্রতত্র গাড়ি থামানো ও যাত্রী ওঠানামা করার ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান চালকেরা। তা ছাড়া সড়কের ওপর সারাক্ষণ গাড়ির জটলা থাকায় বিপাকে পড়তে হয় সাধারণ চালকদের।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীদের গাড়িতে তুলতে সারাক্ষণ ভিড় লেগে থাকে থ্রি-হুইলারের। ফলে সড়কের ওপর সৃষ্টি হয় যানবাহনের জটলা। এতে এক লেনের সংযোগ সড়ক দিয়ে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকদের পড়তে হয় বিপাকে। বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনারও শিকার হতে হয় বলে চালকেরা জানান।
পিকআপচালক মো. ইউসুফ বলেন, যাত্রীছাউনির সংযোগ সড়কের ওপরই অসংখ্য ইজিবাইক রাখা হয়। রাস্তার ওপর ইজিবাইকচালকেরা স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন। এতে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের সমস্যা হয়। যানজট লেগে থাকে সারাক্ষণই।
মোটরবাইক আরোহী নাদিম বলেন, ‘পাঁচ্চরের এ স্থানটিকে ইজিবাইকের স্ট্যান্ড বানিয়েছেন চালকেরা। এক্সপ্রেসওয়ের অন্য কোথাও এ রকম দেখি না। সড়কের ওপর এভাবে গাড়ির জটলা থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
ইজিবাইকচালক মো. ফরিদ বলেন, ‘আশপাশে কোনো ইজিবাইক স্ট্যান্ড না থাকায় রাস্তার ওপরই এখন স্ট্যান্ড হয়ে গেছে। আমরা এখানে এলেই ঢাকা থেকে আসা যাত্রী পাই আর এখানে ইজিবাইক না থাকলে যাত্রীদের অনেক দূর হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হতো।’
ইব্রাহিম নামের এক পথচারী বলেন, পাঁচ্চরের এই যাত্রীছাউনিতে ঢাকা থেকে আসা বাস থামে, তারা এখানে যাত্রী নামায়। ফলে রাস্তার ওপরই গাড়ির স্ট্যান্ড গড়ে উঠেছে। সারা দিন গাড়ির জটলা লেগেই থাকে। সংযোগ সড়ক দিয়ে চলাচলরত অন্যান্য যানবাহনের চলাচল এখানে ব্যাহত হয়। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।
পাঁচ্চর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘এসব ইজিবাইক, অটো ভ্যান, সিএনজি, মাহিন্দ্রা যাতে রাস্তায় দাঁড়িয়ে থেকে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাঁচ্চরে নিয়মিত আমাদের ডিউটি থাকে। সড়কে জটলা দেখলেই ব্যবস্থা নেওয়া হয়।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪