Ajker Patrika

ভূতের রাজা পরান বন্দ্যোপাধ্যায়

বিনোদন ডেস্ক
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৮: ৩১
ভূতের রাজা পরান বন্দ্যোপাধ্যায়

বাস্তবে ভূতের অস্তিত্ব নিয়ে বিতর্কের শেষ না থাকলেও সিনেমাপ্রেমীদের কাছে ভৌতিক ছবির বেশ কদর আছে। টালিউডে একাধিক সিনেমা হয়েছে এ নিয়ে। কখনো ভূত বনাম মানুষ, কখনো আবার ভূত নিয়ে বাস্তবতার মোচড়ে প্রতিবাদী গল্প। এবার ভূত নিয়ে তৈরি হলো নতুন সিনেমা ‘সৎভূত অদ্ভুত’।

দুই বন্ধু বিল্টু ও রানা। জীবিকা সূত্রে দুজনেই বাঁকা পথের পথিক। একজন চোর অন্যজন টিকিট ব্ল্যাকার। কর্মদোষেই তারা দিনভর সাধারণ মানুষের কথা শোনে, মার খায়, পালিয়ে বেড়ায়।

একপর্যায়ে তারা শহর ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে দুঃখ-কষ্টে ভেঙে পড়ে মদ্যপান শুরু করে। গান গাইতে থাকে আর ডাকতে থাকে ভূতের রাজাকে। তাদের দাবি, একটামাত্র ইচ্ছাপূরণ।

তাদের ডাকে সাড়া দেয় ভূতের রাজা। ইচ্ছাপূরণের দাবিও মেনে নেয়, কিন্তু দিয়ে বসে এক শর্ত। পাল্টে যেতে হবে দুজনকে। সততার সঙ্গে পথ চলতে হবে। অসহায় মানুষকে সাহায্য করতে হবে।

অন্ততপক্ষে এক মাস। খানিকটা দ্বিধা নিয়েই রাজি হয়ে যায় বিল্টু ও রানা। শুরু হয় গল্পের নাটকীয়তা। ইচ্ছাপূরণের খেলায় রানা আর বিল্টু কি পারবে ভূতের রাজার কথা রাখতে? আর কী-ইবা সেই ইচ্ছা তাদের? এ সবই জানা যাবে ‘সৎভূত অদ্ভুত’ মুক্তির পর। প্রীতম সরকারের পরিচালনায় নির্মিত সিনেমাটি আগামী ডিসেম্বরে সিনেমা হলে মুক্তি পাবে। এরই মধ্যে ট্রেলার রিলিজ হয়েছে।

বেশ সাড়াও ফেলেছে।

‘সৎভূত অদ্ভুত’ সিনেমার ভূতের রাজা হয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘আসলে এই বাংলায় ভূতদের নিয়ে সিনেমা মানেই সত্যজিৎ রায়ের ভূতের রাজা চরিত্রটির উত্তাপ নিয়ে তৈরি। আমাদের এই সিনেমাও ভূতের রাজার উপাদান থেকেই তৈরি। সকলের দেখার মতো সিনেমা, সকলে দেখতে যাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত