Ajker Patrika

বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

বেলাব ও রায়পুরা প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১: ১৪
বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুল ইসলাম (১৫) রায়পুরা উপজেলার গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। সে উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করেছে।

আতিকুলের বন্ধু আবদুল্লাহ বলে, ‘বুধবার দুপুরে আমরা কয়েক বন্ধু মিলে ভৈরবে ঘুরতে যাই। সন্ধ্যার পরে ভৈরব থেকে যাতায়াত পরিবহনের একটি বাসে ফিরছিলাম। বাসে ভাড়া নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে বাসচালক ও তাঁর সহকারীর বাগ্‌বিতণ্ডা হয়। পথে বারৈচা বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে যাওয়ার পরও ওই যাত্রীদের সঙ্গে চালক ও সহকারীর আবারও বাগ্‌বিতণ্ডা হয়। এতে বাসের আশপাশে স্থানীয় লোকজন জড়ো হয়। এ সময় আমরাও বাস থেকে নেমে পড়ি। একপর্যায়ে বাসচালক ক্ষিপ্ত হয়ে হঠাৎ বাস চালাতে শুরু করেন। তখন আতিকুল বাসের সামনে এক পাশে দাঁড়িয়ে ছিল। তাই বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ বাসসহ চালককে আটক করে।’

নিহতের ভাই সুরুজ মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের পর হিমঘরে রাখা হয়েছে। আজ আনুমানিক সকাল ১০টায় জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এ নিয়ে বেলাব থানায় মামলা হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ ইতিমধ্যে বাসের চালককে আটক করেছে এবং জব্দ করেছে বাসটি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে আতিকুলের সহপাঠী ও স্থানীয় শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ধসে পড়ল ইরাবতী নদীতে নির্মিত ব্রিটিশ আমলের সেতু

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত