Ajker Patrika

‘সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলা প্রয়োজন’

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১: ২০
‘সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলা প্রয়োজন’

হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুল–কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ১৬৭টি প্রাথমিক বিদ্যালয়, ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি কলেজ, ৬টি ইবতেদায়ি মাদ্রাসা ও ১টি টেকনিক্যাল স্কুল ও কলেজের মধ্যে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। বানিয়াচং উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থবছরের উন্নয়ন তহবিলের অর্থে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, কলেজশিক্ষক মোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষক জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক অরুন কুমার দাস, সুশান্ত দাস, আব্দুল কাইয়ূম প্রমুখ।

এ সময় বক্তারা আশাবাদ ব্যক্ত করে জানান, করোনার সময়ে শিক্ষার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবার সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। শিক্ষার পাশাপাশি যেন শিক্ষার্থীরা খেলাধুলার চর্চা করে শারীরিক ও মানসিক উন্নতি করতে পারে সেই চেষ্টা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত