ইসলামী আন্দোলনের পতাকা শোভাযাত্রা

সিলেট সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ০৭: ৪০
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে পতাকা শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে পতাকা শোভাযাত্রা বের হয়ে চৌহাট্টা গিয়ে শেষ হয়। পরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ পাওয়ার আশায় লাখ লাখ মা-বোন জীবন দিয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন আজও পূরণ হয়নি। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করা প্রয়োজন।

ইসলামী আন্দোলন মহানগর সভাপতি নজির আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সহসভাপতি আমির উদ্দিন, মহানগর সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম ও মাওলানা আস আদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান ও নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, হাফিজ নোমান আহমদ ফাহাদ, যুব নেতা জাকির হোসাইন, ছাত্র আন্দোলনের নগর সহ সভাপতি নুরুদ্দিন, আব্দুল করিম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত