হুমায়ুন ফরীদির অমৃত কথা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮: ৪৬
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫৭

২০১২ সালের আজকের দিনে (১৩ ফেব্রুয়ারি) প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা হুমায়ুন ফরীদি। বিভিন্ন সাক্ষাৎকারে, আলোচনায় তাঁর বলা অনেক কথা পথ দেখিয়েছে পরবর্তী প্রজন্মকে।

  • উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।
  • জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
  • তুমি যখন কাউকে ভালোবাসবে, তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নেই।
  • মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। কারণ, মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ, তখন তোমাকে মরতেই হবে। এটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি পাপ করতে পারবে না। যেটা অনিবার্য, তাকে ভালোবাসাটাই শ্রেয়।­­
  • সুখী হওয়ার একটাই উপায়, কাউকে ঠকাবেন না। তাহলে অবশ্যই সুখী হবেন।
  • যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পেছনে কিছু বলে, জেনো তুমি কিছু একটা করছ, যা ওরা করতে পারছে না। মাথায় নিয়ো না। তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে। জয়ী হবে।
  • এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত