Ajker Patrika

আটপাড়ায় কালবের নির্বাচন আজ

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ৩৮
আটপাড়ায় কালবের নির্বাচন আজ

নেত্রকোনার আটপাড়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ। প্রতিষ্ঠার ১৩ বছরের মধ্যে এবারই প্রথম নির্বাচন হচ্ছে। ইতিপূর্বে আলোচনার মাধ্যমে কমিটি গঠন হলেও এবার তার ব্যতিক্রম ঘটল।

২০০৮ সালে আটপাড়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) প্রতিষ্ঠিত হয়। এতে প্রথম সভাপতি হন স্বপন কুমার তালুকদার এবং সাধারণ সম্পাদক হন মো. লোকমান হেকিম তালুকদার।

উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড (কালব) এর ব্যবস্থাপক মো. কামাল হোসেন জানান, ২৬ শে নভেম্বর আটপাড়া ডিগ্রি কলেজে সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত বার্ষিক সাধারণ সভা হবে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এবার উপজেলার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এ ৬টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সভাপতি পদে মো. ফখরুল ইসলাম, আবু জাফর মো. সাদেক ও মো. সোহেল আহমদ, সহসভাপতি পদে শেখ মো. রতন মিয়া ও মো. আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর কবীর পাঠান ও মনিরুজ্জামান এবং ব্যবস্থাপনা কমিটির তিনটি পদের বিপরীতে মো. বদরুজ্জামান প্লাবন, মেহেদী হাসান, ওবায়দুল হাসান বিল্লাল ও সুব্রত ঘোষ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত