বেনাপোল বন্দরে ক্রেন ও ফর্ক ক্লিপ-সংকটে ভোগান্তি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২২, ০৬: ৩৭
আপডেট : ১৮ জুন ২০২২, ১৩: ২৬

বেনাপোল বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেন ও ফর্ক ক্লিপ-সংকটের কারণে আমদানি পণ্য খালাসে বিড়ম্বনার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এর সঙ্গে রয়েছে জায়গার অভাব। খোলা আকাশের নিচে আমদানি পণ্য ফেলে রাখা গেলেও খালাস করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘বন্দরে বর্তমানে দুই লাখ মেট্রিক টনের বেশি পণ্য রয়েছে। তবে বন্দরে পণ্যের ধারণ ক্ষমতা মাত্র ৪৫ হাজার মেট্রিক টন। বেনাপোল বন্দরে জায়গার অভাবে ভারতের বনগাঁ কালিতলা পার্কিংয়ে ৭ থেকে ৮ হাজার ট্রাক দাঁড়িয়ে আছে এক মাস ধরে। এসব ট্রাক প্রতিদিন ২ হাজার রুপি ভাড়া গুনছে পার্কিংয়ের জন্য। বিভিন্ন বৈঠকে লিখিত অভিযোগ দেওয়া হলেও বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।’

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির চেয়ারম্যান আজিম উদ্দীন গাজি বলেন, ‘বন্দরে যে ক্রেন আছে তা দিয়ে ২৫ টনের বেশি ওজনের পণ্য তোলা বা নামানো যায় না।’

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট এক্সপোর্ট কমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘বন্দরের ক্রেন, ফর্ক ক্লিপের করুণ অবস্থা। বেনাপোল বন্দরের অধিকাংশ ক্রেন, ফর্ক ক্লিপ অচল। বছরের বেশির ভাগ সময় ধরে অচল হয়ে পড়ে থাকে এগুলো। পণ্য নামাতে না পররে ক্ষতির মুখে পড়ে ভারতীয় ব্যবসায়ীরা ও ক্ষোভ জানিয়েছেন। বন্দর আর ঠিকাদার কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় নিরাপদ বাণিজ্য আজ হুমকির মুখে পড়েছে।’

বন্দরেরর পণ্য খালাসকারী ঠিকাদার প্রতিষ্ঠান গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মিল্টন দাস বলেন, ‘সাত বছর আগে আমাদের সঙ্গে যখন বন্দরের চুক্তি হয়, তখন বন্দরে মাসে মাত্র ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন পণ্য খালাস হতো। বর্তমানে মাসে খালাসের চাহিদা রয়েছে দেড় লাখ টন। বর্তমানে ক্রেন, ফর্ক ক্লিপের চাহিদা রয়েছে ৩০টি, কিন্তু আছে ১৭ টি। বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁরা আমলে নিচ্ছেন না।’

বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, ‘ক্রেন ও ফর্ক ক্লিপ বাড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্দরের পণ্য রাখার ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে জমি অধিগ্রহণের কাজ চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত