বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মেয়র প্রার্থী রহমত উল্লাহ খাজাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক বাজারে চৌরাস্তা বন্ধ রেখে সমাবেশ করায় এই অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রহমত উল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীকের নির্বাচন করছেন।
নির্বাচন কমিশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই স্বতন্ত্র প্রার্থীর লোকজন জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে উত্তেজিত হয়ে পরেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাঘাইছড়ি রিটার্নিং কর্মকর্তা বলেন, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে জনসমাবেশ করা যাবে না, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। ভোটের পরিবেশ সুন্দর ও নিরপেক্ষ রাখতে এমন অভিযান চলমান থাকবে।
রহমত উল্লাহ খাজা বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই এলাকায় সমাবেশ করেছেন, তাঁকে জরিমানা করা হয়নি। কমিশন পক্ষপাত মূলক আচরণ করেছে। আইন যেন সবার জন্য সমান হয়।’ অপর দিকে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মো. জমির হোসেন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচনী নিয়মনীতি মেনেই প্রচার করছি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভায় ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
এতে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, বিজিবির পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮২০ ভোটার, নারী ভোটার ৫ হাজার ৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯ টি। এর মধ্যে সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মেয়র প্রার্থী রহমত উল্লাহ খাজাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক বাজারে চৌরাস্তা বন্ধ রেখে সমাবেশ করায় এই অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রহমত উল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীকের নির্বাচন করছেন।
নির্বাচন কমিশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই স্বতন্ত্র প্রার্থীর লোকজন জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে উত্তেজিত হয়ে পরেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাঘাইছড়ি রিটার্নিং কর্মকর্তা বলেন, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে জনসমাবেশ করা যাবে না, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। ভোটের পরিবেশ সুন্দর ও নিরপেক্ষ রাখতে এমন অভিযান চলমান থাকবে।
রহমত উল্লাহ খাজা বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই এলাকায় সমাবেশ করেছেন, তাঁকে জরিমানা করা হয়নি। কমিশন পক্ষপাত মূলক আচরণ করেছে। আইন যেন সবার জন্য সমান হয়।’ অপর দিকে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মো. জমির হোসেন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচনী নিয়মনীতি মেনেই প্রচার করছি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভায় ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
এতে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, বিজিবির পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮২০ ভোটার, নারী ভোটার ৫ হাজার ৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯ টি। এর মধ্যে সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে