স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু

গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০৪: ৪৬
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৪: ২১

গোয়াইনঘাট উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকরামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, ডৌবাড়ি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল কাদির গোয়াইনঘাট থানার উপপরিদর্শক মতিউর রহমান, আনসার ভিডিপির কমান্ডার মোতালেব হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘স্মার্টকার্ডসহ সব ধরনের সেবা দ্রুত পৌঁছে দিতে আমাদের প্রতি সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত