ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
Thumbnail image

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম রানা (২০)। তাঁর বাড়ি গাজীপুরের টঙ্গী বলে জানায় রেলওয়ে পুলিশ।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ঢাকাগামী মহুয়া ট্রেনের নিচে কাটা পড়েন রানা নামে ওই তরুণ। তাঁকে আহত অবস্থায় গফরগাঁও স্টেশনের হোম সিগনালের কাছ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, তরুণটি ট্রেনে কাটা পড়ে বেশ কয়েক ঘণ্টা সেখানেই পড়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত