উপল বড়ুয়া, ঢাকা
মৌসুম প্রায় শেষের দিকে। এরই মধ্যে শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে সিরি ‘আ’ ও লা লিগার। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাও প্রায় নিশ্চিত। তবে বুন্দেসলিগায় জমেছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের লড়াই। লড়াই চলছে নিজেদের লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্যও। দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কার কার হাতে উঠতে পারে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট
ম্যানচেস্টার সিটিতে নিজের প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সামনে আর্লিং হালান্ড। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও তাঁর ধারেকাছে নেই কেউ। ৩৩ ম্যাচে ৩৬ গোল ও ৭ অ্যাসিস্ট। ব্যালন ডি’অরের অন্যতম দাবিদারও তিনি। ৪৩ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শুর মালিক হওয়ার দৌড়েও সবার চেয়ে কয়েক কদম এগিয়ে নরওয়েজীয় স্ট্রাইকার। লিগে আরও দুই ম্যাচ বাকি ম্যান সিটির। হালান্ডের সুযোগ আছে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আছেন হ্যারি কেইন। তিনবার গোল্ডেন বুটজয়ী টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড চলতি মৌসুমে ৩৬ ম্যাচে করেছেন ২৭ গোল।
লা লিগা পিচিচি ট্রফি
বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার গত পাঁচ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। বার্সেলোনায় এসেও থেমে নেই রবার্ট লেভানডফস্কির কীর্তি। ক্যাম্প ন্যুয়ে নিজের প্রথম মৌসুমেই লা লিগা জেতার পথে ৩০ ম্যাচে ২১ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন পোলিশ স্ট্রাইকার। পিচিচি ট্রফি জয়ে তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ২১ ম্যাচে করেছেন ১৭ গোল। লিগে দুই তারকা পাচ্ছেন আরও দুটি করে ম্যাচ। বেনজেমা অঘটন না ঘটালে বুন্দেসলিগা ও লা লিগা মিলিয়ে টানা ষষ্ঠবারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার
জিতে নেবেন লেভা। গত দুই মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন তিনি।
সিরি ‘আ’ পাওলো রসি অ্যাওয়ার্ড
৩৩ বছর পর নাপোলিকে সিরি ‘আ’ জেতানোর পথে বড় অবদান ছিল ভিক্টর ওসিমেহনের। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ২৩ গোল করা নাইজেরিয়ান ফরোয়ার্ড পাওলো রসি অ্যাওয়ার্ড জেতারও বড় দাবিদার। ৩৫ ম্যাচে ২০ গোল করে এই তালিকার দ্বিতীয় স্থানে ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। দুজনে আরও তিনটি করে ম্যাচ পাচ্ছেন। সুযোগ থাকছে একজন আরেকজনকে টপকে যাওয়ার।
বুন্দেসলিগা কিকার
লেভানডফস্কির দাপটে গত পাঁচ মৌসুম বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিততে পারেননি কেউ। তবে এবার সেই সুযোগ পাচ্ছেন বেশ কয়েকজন তারকা। ভেরডার ব্রেমেনের ফরোয়ার্ড নিকলাস ফুলক্রুগ ২৬ ম্যাচে ১৬ গোল করে কিকার জেতার সম্ভাব্য তালিকায় আছেন সবার শীর্ষে। সমান ১৪ গোল করে দুইয়ে ফ্রাঙ্কফুর্টের রান্দাল কোলো মুয়ানি ও ফ্রেইবুর্গের ভিসেঞ্জো গ্রিফো। তিনজনেই আরও দুটি করে ম্যাচ পাচ্ছেন লিগে।
ফ্রেঞ্চ লিগ ওয়ান গোল্ডেন বুট
আর্সেনাল ছেড়ে লিওঁতে ফিরেই লিগ ওয়ানের গোল্ডেন বুট জয়ের সুবাস পাচ্ছেন আলেক্সান্দ্রে লাকাজাত্তে। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। দুই ম্যাচ কম খেলে সমান গোল করেছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা এই দুই ফরাসি লিগে পাচ্ছেন আরও তিনটি করে ম্যাচ।
কোন লিগের গোলে কত পয়েন্ট
ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শুর প্রবর্তন ১৯৬৭-৬৮ মৌসুম থেকে। লিগের মান অনুযায়ী ১৯৯৭ সাল থেকে পয়েন্টের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান) গোলপ্রতি পয়েন্ট ২। র্যাঙ্কিংয়ে ষষ্ঠ থেকে ২১তম স্থানে থাকা লিগগুলোয় গোলপ্রতি পয়েন্ট ১.৫। পরেরগুলো ১ করে ধরা হয়। ১৯৯৬-৯৭ মৌসুমে নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে শীর্ষ পাঁচ লিগের বাইরে এ পুরস্কার দুইবার গেছে পর্তুগালের প্রিমেইরা লিগে। একবার করে ডাচ ইরেদিভিসি ও স্কটিশ প্রিমিয়ার লিগে। সর্বোচ্চ ছয়বার গোল্ডেন শু জিতেছেন লিওনেল মেসি। রেকর্ড ১৪ বার ব্যক্তিগত এ নৈপুণ্যের পুরস্কার গেছে লা লিগায়।
মৌসুম প্রায় শেষের দিকে। এরই মধ্যে শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে সিরি ‘আ’ ও লা লিগার। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাও প্রায় নিশ্চিত। তবে বুন্দেসলিগায় জমেছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের লড়াই। লড়াই চলছে নিজেদের লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্যও। দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কার কার হাতে উঠতে পারে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট
ম্যানচেস্টার সিটিতে নিজের প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সামনে আর্লিং হালান্ড। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও তাঁর ধারেকাছে নেই কেউ। ৩৩ ম্যাচে ৩৬ গোল ও ৭ অ্যাসিস্ট। ব্যালন ডি’অরের অন্যতম দাবিদারও তিনি। ৪৩ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শুর মালিক হওয়ার দৌড়েও সবার চেয়ে কয়েক কদম এগিয়ে নরওয়েজীয় স্ট্রাইকার। লিগে আরও দুই ম্যাচ বাকি ম্যান সিটির। হালান্ডের সুযোগ আছে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আছেন হ্যারি কেইন। তিনবার গোল্ডেন বুটজয়ী টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড চলতি মৌসুমে ৩৬ ম্যাচে করেছেন ২৭ গোল।
লা লিগা পিচিচি ট্রফি
বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার গত পাঁচ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। বার্সেলোনায় এসেও থেমে নেই রবার্ট লেভানডফস্কির কীর্তি। ক্যাম্প ন্যুয়ে নিজের প্রথম মৌসুমেই লা লিগা জেতার পথে ৩০ ম্যাচে ২১ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন পোলিশ স্ট্রাইকার। পিচিচি ট্রফি জয়ে তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ২১ ম্যাচে করেছেন ১৭ গোল। লিগে দুই তারকা পাচ্ছেন আরও দুটি করে ম্যাচ। বেনজেমা অঘটন না ঘটালে বুন্দেসলিগা ও লা লিগা মিলিয়ে টানা ষষ্ঠবারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার
জিতে নেবেন লেভা। গত দুই মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন তিনি।
সিরি ‘আ’ পাওলো রসি অ্যাওয়ার্ড
৩৩ বছর পর নাপোলিকে সিরি ‘আ’ জেতানোর পথে বড় অবদান ছিল ভিক্টর ওসিমেহনের। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ২৩ গোল করা নাইজেরিয়ান ফরোয়ার্ড পাওলো রসি অ্যাওয়ার্ড জেতারও বড় দাবিদার। ৩৫ ম্যাচে ২০ গোল করে এই তালিকার দ্বিতীয় স্থানে ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। দুজনে আরও তিনটি করে ম্যাচ পাচ্ছেন। সুযোগ থাকছে একজন আরেকজনকে টপকে যাওয়ার।
বুন্দেসলিগা কিকার
লেভানডফস্কির দাপটে গত পাঁচ মৌসুম বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিততে পারেননি কেউ। তবে এবার সেই সুযোগ পাচ্ছেন বেশ কয়েকজন তারকা। ভেরডার ব্রেমেনের ফরোয়ার্ড নিকলাস ফুলক্রুগ ২৬ ম্যাচে ১৬ গোল করে কিকার জেতার সম্ভাব্য তালিকায় আছেন সবার শীর্ষে। সমান ১৪ গোল করে দুইয়ে ফ্রাঙ্কফুর্টের রান্দাল কোলো মুয়ানি ও ফ্রেইবুর্গের ভিসেঞ্জো গ্রিফো। তিনজনেই আরও দুটি করে ম্যাচ পাচ্ছেন লিগে।
ফ্রেঞ্চ লিগ ওয়ান গোল্ডেন বুট
আর্সেনাল ছেড়ে লিওঁতে ফিরেই লিগ ওয়ানের গোল্ডেন বুট জয়ের সুবাস পাচ্ছেন আলেক্সান্দ্রে লাকাজাত্তে। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। দুই ম্যাচ কম খেলে সমান গোল করেছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা এই দুই ফরাসি লিগে পাচ্ছেন আরও তিনটি করে ম্যাচ।
কোন লিগের গোলে কত পয়েন্ট
ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শুর প্রবর্তন ১৯৬৭-৬৮ মৌসুম থেকে। লিগের মান অনুযায়ী ১৯৯৭ সাল থেকে পয়েন্টের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান) গোলপ্রতি পয়েন্ট ২। র্যাঙ্কিংয়ে ষষ্ঠ থেকে ২১তম স্থানে থাকা লিগগুলোয় গোলপ্রতি পয়েন্ট ১.৫। পরেরগুলো ১ করে ধরা হয়। ১৯৯৬-৯৭ মৌসুমে নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে শীর্ষ পাঁচ লিগের বাইরে এ পুরস্কার দুইবার গেছে পর্তুগালের প্রিমেইরা লিগে। একবার করে ডাচ ইরেদিভিসি ও স্কটিশ প্রিমিয়ার লিগে। সর্বোচ্চ ছয়বার গোল্ডেন শু জিতেছেন লিওনেল মেসি। রেকর্ড ১৪ বার ব্যক্তিগত এ নৈপুণ্যের পুরস্কার গেছে লা লিগায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে